ফের বদলে গেল জি বাংলার টাইম স্লট, নতুন সময় দেখা যাবে এই ধারাবাহিক

এই সপ্তাহে জি বাংলার (Zee Bangla) টাইম স্লটে অনেক বড় পরিবর্তন হয়েছে। বলতে গেলে বেশিরভাগ ধারাবাহিকেরই সম্প্রচারের সময় গিয়েছে বদলে। ‘সর্বজয়া’ ধারাবাহিকটি শেষ হয়েছে, অন্যদিকে ‘খেলনা বাড়ি’র সম্প্রচার শুরু হয়েছে। অন্যদিকে ‘পিলু’ (Pilu), ‘এই পথ যদি না শেষ হয়’ এর পুরনো টাইম স্লট গিয়েছে বদলে। কিন্তু চার দিনের মাথায় আবার বদলে গেল ‘পিলু’র সম্প্রচারের সময়।

শুরুর দিন থেকে জি বাংলাতে সন্ধ্যা ৬.৩০টার স্লট বরাদ্দ হয়েছিল ‘পিলু’র জন্য। নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’কে সেই জায়গা দেওয়ার জন্য ‌বর্তমানে ‘পিলু’কে সন্ধ্যা ৬.০০ টার স্লট দেওয়া হয়েছে। গত চারদিন নতুন সময়ে সম্প্রচারের পর শুক্রবার ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল আবার বদলে গিয়েছে টাইম স্লট। বারবার এই পরিবর্তনে চ্যানেলের বিরুদ্ধে বেজায় চটেছেন দর্শকরা।

ইউটিউবে ধারাবাহিকের যে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন রাত ৯.৩০টায় ‘পিলু’ সম্প্রচারিত হবে। কিন্তু এই সময় তো এখন ‘লালকুঠি’র সম্প্রচার হয়। তাহলে ‘লালকুঠি’ কখন দেখা যাবে? বেশ চিন্তায় পড়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কেউ লিখছেন, ‘জি কাকুর মাথা গেছে’। কারও মতে, ‘আবার সময় পাল্টে যাচ্ছে এটা ঠিক নয়’। কেউ আবার ব্যাপার দেখে দারুণ কনফিউজড!

যদিও দর্শকদের অবশ্য আশঙ্কার কোনও কারণ নেই। কারণ আদতে এই দুই ধারাবাহিকের স্লটের কোনও পরিবর্তন হচ্ছে না। ক্যাপশনে অন্য সময় লেখা থাকলেও প্রোমোর ভেতরে সন্ধ্যা ৬.০০টার স্লটের উল্লেখ আছে। তাই হাঁফ ছেড়ে বেঁচেছেন দর্শকরা। চ্যানেলের তরফ থেকে ইউটিউবে প্রোমো আপলোড করার সময় সম্ভবত কোনও ভুল হয়ে থাকবে।

চ্যানেলের তরফ থেকে শেয়ার করা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পিলু মা কালীর সামনে বসে ভক্তিমূলক গান গাইছে। এদিকে আহিরের দাদু বেজায় চটে গিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন মেয়েরা গান গাইলে শাস্তি পেতে হবে। এই কথায় রুখে দাঁড়ায় পিলু। সেও বলে ভগবানের কাছে গান গাওয়ার জন্য যদি শাস্তি পেতে হয় তাহলে সে সেই শাস্তি মাথা পেতে নেবে।