এই ৩ ধারাবাহিকের গল্প টুকে দিল জি বাংলার জগদ্ধাত্রী, প্রথম দিনেই চরম ট্রোলের মুখে সিরিয়াল

সম্প্রতি জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক। ‘উমা’র জায়গা ছিনিয়ে নিয়ে এসেছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। প্রথম দিনের এপিসোড ঘিরে দর্শকদের মধ্যেও উত্তেজনা ছিল তুঙ্গে। কারণ ধারাবাহিকের ট্রেলারই বলে দিচ্ছিল আর পাঁচটা সিরিয়ালের তুলনায় এই সিরিয়ালটি কিছুটা আলাদা। এই ধারাবাহিকে নায়িকার দ্বৈত চরিত্র দেখেও ধারাবাহিকটি আলাদা হবে বলেই আশা করেছিলেন দর্শকরা।

কিন্তু ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’কে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল তরজা। ধারাবাহিকের প্রথম পর্বের সম্প্রচারের পরই সমালোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দর্শকরা প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত রাখছেন। কিন্তু এই সিরিয়াল যেভাবে যে গতিতে এগোচ্ছে তাতে ধারাবাহিকটি কতটুকু টিআরপি পাবে সেই নিয়ে বেশ সন্দিহান দর্শকরা।

Ankita Mallick jagadhatri

সন্ধ্যে ৭টার এই স্লটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে স্টার জলসাতে ‘গাঁট ছড়া’র মত ধারাবাহিকে এত টানটান উত্তেজনাময় পর্ব চলছে সেখানে ‘জগদ্ধাত্রী’র প্রথম দিনের এপিসোড অত্যন্ত বোরিং বলেই মন্তব্য করছেন দর্শকদের একাংশ। নেটিজেনরা লিখছেন, “জগদ্ধাত্রী মাই রিভিউ – ফ্যামিলি সিনে ভরপুর জগদ্ধাত্রীর প্রথম এপিসোড পার্সোনালি খুবই বোরিং লেগেছে…”।

দর্শকরা রিভিউতে লিখেছেন, “আরেকটু টানটান না করলে স্লট পাওয়া মুশকিল… যেখানে উল্টো দিকে ‘গাঁট ছড়া’র মত প্রতিপক্ষ আর জমজমাট এপিসোড চলছে সেখানে ব্লাউজকাকুকে স্লট পেতে জগদ্ধাত্রীকে আরও জমজমাট করতে হবে।” এ কথার প্রতিবাদ করে আরেকজন লিখেছেন, “ফ্যামিলি সিন শুরুই হল তো ১০ মিনিটের পর দিয়ে। প্রথম এপিসোডে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়েছে খারাপ কি? কালকে জাস্ট এন্ট্রি নেবে, গল্প টানটান হবে। প্রথম এপিসোড হিসেবে অতটাও খারাপ হয়নি।”

এদিকে এই ধারাবাহিকের মধ্যে আবার স্টার জলসার অন্যান্য ধারাবাহিকের মিল রয়েছে, এমনটাই নাকি সূত্র খুঁজে পেয়েছেন দর্শকদের একাংশ। তারা বলছেন ‘জগদ্ধাত্রী’তে ‘সর্বজয়া’, ‘খেলাঘর’ এবং ‘খুকুমণি হোম ডেলিভারি’র গল্পের মিল রয়েছে। জি বাংলার ‘সর্বজয়া’র ৬০ শতাংশ এবং স্টার জলসার ‘খেলাঘর’ এর ২০ শতাংশ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’র ২০ শতাংশ নিয়ে তৈরি হয়েছে জগদ্ধাত্রী!

এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সৌম্যদীপ মুখার্জী। তার বিপরীতে নাম ভূমিকায় রয়েছেন অঙ্কিতা মল্লিক। অঙ্কিতা বাংলা টেলিভিশনের নতুন মুখ। ধারাবাহিকের গল্প অনুসারে নায়ক-নায়িকা দুজনেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। এই ধারাবাহিক কতটুকু টিআরপি দখল করতে পারে সেটাই এখন দেখার।