কেন আর মিঠাই দেখছে না কেউ, দিন দিন হুড়মুড়িয়ে কমে যাচ্ছে মিঠাইয়ের TRP

ক্রমশ টিআরপি (TRP) কমছে মিঠাইয়ের। চার থেকে এবার সোজা পাঁচ নম্বরে নেমে চলে মিঠাই (Mithai) রানী। সেরা দশের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে আবারও বেশ বেগ পেতে হচ্ছে জি বাংলার এই সিরিয়ালটিকে। অন্যদিকে তরতর করে এগিয়ে যাচ্ছে গাঁট ছড়া, আলতা ফড়িং, গৌরী এল, ধুলোকণারা। মিঠাইকে টপকে এবার আরও একবার সেরার সেরা হল গাঁট ছড়া।

এসব থেকে টিআরপি তালিকা দেখে মিঠাই ভক্তদের মন বেশ খারাপ। কারণ সেরা পাঁচে কোনওমতে জায়গা ধরে রেখেছে দর্শকদের অতি পছন্দের এই ধারাবাহিক‌‌। এই সপ্তাহে কিন্তু বাংলা টেলিভিশনের টিআরপিতে স্টার জলসার জয়জয়কার হয়েছে। ৮.৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে গাঁটছড়া। দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। ৭.৮ নম্বর পেয়েছে এই ধারাবাহিক।

অন্যদিকে ধুলোকণাতে চান্দ্রেয়ীর পর্দা ফাঁস করছে ফুলঝুরি। টানটান উত্তেজনাময় এই পর্বগুলো থেকে ধুলোকণার প্রাপ্ত নম্বর ৭.৬। গৌরী এল ৭.৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। এদিকে মিঠাই ৬.৬ নম্বর পেয়ে রয়েছে পঞ্চম স্থানে। মিঠাই রানীর এই পরিণতি মোটেই মেনে নিতে পারছেন না দর্শকরা। কেন মিঠাইয়ের এই অবনতি? চোখে আঙুল দিয়ে কারণ দেখিয়ে দিচ্ছেন তারা।

দর্শকদের মতে মিঠাইয়ের এই এত কম রেজাল্টের জন্য দায়ী করা হচ্ছে চ্যানেলকে। ভক্তদের দাবি মিঠাই কে নিয়ে চ্যানেল অনেক বেশি ওভার কনফিডেন্ট মনোভাব দেখায়। তাই তো গত কয়েক মাসে গৌরী এলোর বেশি বেশি প্রমোশন হয়েছে। মিঠাই অনুরাগীদের দাবি চ্যানেল মিঠাইয়ের প্রমোশন নিয়ে মাথা ঘামাচ্ছে না। তবে শুধুই কি এটাই মিঠাইয়ের খারাপ রেজাল্ট এর জন্য কারণ?

জনৈক মিঠাই ভক্ত কিন্তু মিঠাই রানীর তুলনায় গাঁট ছড়ার ভট্টাচার্য পরিবারের মেয়েদের এগিয়ে রাখছেন। তাদের দাবি, মিঠাইয়ের পড়াশোনা, সিডের বিজনেস সাফল্য, শ্রী-রাতুলের ফরেইন স্টাডি, পিঙ্কিজি আর সুলতার কেমিস্ট্রি নিয়ে ভাল স্ক্রিপ্ট না লিখে স্ক্রিপ্ট রাইটার শুধু একের পর এক বিয়ে আর বিবাহবার্ষিকীর ট্র্যাক নিয়ে পড়ে আছেন। লেখিকার লেখনীর দুর্বলতাতেই মিঠাইয়ের এই হাল বলে মনে করছেন দর্শকরা।

মিঠাই ভক্তদের দাবি, “চ্যানেলের প্রোমোশন ছাড়া বেঙ্গল টপার হবার নজির আছে সেখানে শুধুমাত্র প্রোমোশনে কারণে বেঙ্গল টপার কিংবা স্লট পাবে না এমনটা কখনোই হতে পারে না। আসলে গন্ডগোলটা গোড়াতেই লেখিকার লেখনতেই। এই লাহা ম্যাডামের ট্র‍্যাক দর্শক নিতে পারছে না। লেখায় পরিবর্তন আনা হোক”।