Saugandh Actress Shantipriya : নায়িকা মানেই ফর্সা সুন্দরী হতে হবে। এমন ধারণায় বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে চলে আসছে। এর জন্য অনেক অভিনেত্রীকেই কটাক্ষের স্বীকার হতে হয়েছে। আর এর মধ্যে অন্যতম হলেন বলিউড (Bollywood) অভিনেত্রী শান্তিপ্রিয়া (Shantipriya)। স্বয়ং অক্ষয় কুমার (Akshay Kumar) তাকে তার গায়ের রং নিয়ে উপহাস করেছিলেন। চলুন আজকে জেনে নিই সেই ঘটনা।
১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে জন্ম শান্তিপ্রিয়ার। ১৯৮৭ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম তামিল ছবি এঙ্গা ওরু পাটুকরন দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। বলিউডে পা রাখার আগে শান্তিপ্রিয়া তামিল, তেলেগু ও কন্নড়ে ২৪-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তামিল ও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় নাম ছিলেন শান্তিপ্রিয়া।
এরপর অক্ষয় কুমারের সঙ্গে সৌগন্ধ (Saugandh) ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরুর পর আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন শান্তিপ্রিয়া। সেই তালিকায় রয়েছে- মেরে সজনা সাথ নিভানা, ফুল ঔর অঙ্গার, মেহরবান। ছবিগুলিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে তাকে। অক্ষয়ের সঙ্গে আরও একটি ছবি করেছিলেন তিনি। ছবির নাম ‘ইক্কে পে ইক্কা’।
অভিনেত্রী জানান যে সেই সেটেই বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। শান্তিপ্রিয়া দাবি করেন ‘ইক্কে পে ইক্কা’ ছবির সেটে তাঁর গায়ের রঙ নিয়ে হাসি মশকরা করেন।সকলের সামনেই অভিনেত্রীর গায়ের রঙ নিয়ে আলোচনা করেছিলেন খিলাড়ি কুমার, যার জেরে মানসিক অবসাদে চলে গিয়েছিলেন অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রী এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন।
অভিনেত্রী জানিয়েছেন, ‘অক্ষয়ের সঙ্গে ইক্কে পে ইক্কার ক্লাইম্যাক্স দৃশ্যে আমরা সকলে মিলে শ্যুটিং করছিলাম। আমি একটি ছোট পোশাক পরেছিলাম। কারণ সেখানে আমার চরিত্রটি একজন গ্ল্যামার গার্লের ছিল। আমি একটি ফিট শর্ট পোশাক এবং স্টকিংস পরেছিলাম। এবং আমার হাঁটু খানিকটা বেরিয়েছিল। আর সেখান থেকেই শুরু। সমানে মজা শুরু।’
আরও পড়ুন : ঐশ্বর্যর দ্বিতীয় স্বামী অভিষেক বচ্চন, প্রথম স্বামী কে? পরিচয় জানলে চমকে যাবেন
তিনি আরও জানিয়েছেন,’ অক্ষয় হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন, ‘শান্তি, তোমার হাঁটুতে আঘাত লেগেছে?’ আমি তো অবাক। খুঁজতে শুরু করলাম কোথায়। আমি বুঝতে না পেরেই বলি, ‘না তো, কিছু হয়নি।’ পাল্টা তিনি বলেন, ‘না, মনে হচ্ছে তুমি পড়ে গিয়েছ। রক্ত জমাট বেঁধেছে মনে হচ্ছে। এতটাই কালো তোমার হাঁটুগুলো।’ এমনকি এই মন্তব্যের জন্য নাকি কোনও দিন ক্ষমাও চাননি খিলাড়ি কুমার। তবে শুধু শান্তিপ্রিয়া নন, ব্রণভর্তি গালের জন্য তার দিদি ভানুপ্রিয়াকেও হেনস্থা হতে হয়েছিল।
আরও পড়ুন : আমেরিকা এই দিনে ‘শ্রেয়া ঘোষাল ডে’ পালন করে! কারণ জানলে গর্বে বুক ভরে উঠবে