দেব, জিৎ থেকে প্রসেনজিৎ, টলিউড তারকাদের মধ্যে কার পারিশ্রমিক সবথেকে বেশি?

বর্তমানে বলিউড অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কে মোটামুটি আন্দাজ হয়ে গিয়েছে ভক্তদের। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারদের মত তারকা ১০০ কোটির নিচে পারিশ্রমিক নেন না। তবে টলিউড (Tollywood) নায়কদের পারিশ্রমিক সম্পর্কে আন্দাজ আছে কিছু? জানেন দেব, জিৎ, প্রসেনজিৎরা এখন কে কত পারিশ্রমিক নিচ্ছেন? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) : এটা ঠিক যে প্রত্যেকটি ছবিতেই তারকারা একই পারিশ্রমিক নেন তার কোনও মানে নেই। ছবির বাজেট এবং ছবির ধরন অনুসারে পারিশ্রমিক নির্বাচন করেন তারকারা। প্রসেনজিৎ চ্যাটার্জী এখন ছবি পিছু ৯০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পারিশ্রমিক নেন।

DEV

দেব (Dev) : দেবের রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। তিনি অন্য কোনও প্রযোজনা সংস্থার হয়ে কাজ করেন না এখন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সামলাতে কঠোর পরিশ্রম করতে হয় তাকে। ছবি পিছু তার এখন পারিশ্রমিক ২ থেকে ৪ কোটি টাকা।

জিৎ (Jeet) : দেবের মত জিতেরও নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তিনি একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন এ পর্যন্ত। ছবি পিছু তার পারিশ্রমিক এখন ২-৫ কোটি টাকা। বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তিনি।

MITHUN CHAKRABORTY

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) : বলিউড এবং টলিউডের এই সুপারস্টার সমানতালে কাজ করে গিয়েছেন দুই ইন্ডাস্ট্রিতে। এখন তাকে ছবিতে বড় একটা অভিনয় করতে দেখা যায় না। তবে বাংলা সিনেমাতে অভিনয় করলে তিনি ছবি অনুযায়ী ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) : আবির খুব অল্প সময়ের মধ্যে টলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। সুন্দর চেহারা এবং অভিনয় দক্ষতার জেরে তিনি টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন। এখন তার পারিশ্রমিক ৪০ থেকে ৬০ লক্ষ টাকা।

ANKUSH HAZRA

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : দেব, জিৎ, প্রসেনজিতের ভিড়ে অঙ্কউশও নিজের দক্ষতার জেরে জায়গা করে নিয়েছেন টলিউডে। তার পারিশ্রমিক বেড়েছে অনেকটাই। নায়ক হওয়ার পাশাপাশি তিনি একজন সফল সঞ্চালক। বর্তমানে ছবি থেকে ৬০ থেকে ৭০ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি।

যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) : টলিউডের পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ছবিতেও যিশু সেনগুপ্ত তার দাপট দেখাচ্ছেন এখন। টলিউডে এখন তিনি ছবির জন্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পান।

পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee) : টালিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন পরমব্রত। তিনি তার ছবির মাধ্যমে অভিনয়টাতেই সবার আগে জোর দিয়েছেন। ছবি পিছু তার উপার্জন ২০ থেকে ৪০ লক্ষ টাকা।

VIKRAM CHATTERJEE

বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) : বাংলা সিরিয়াল থেকে সোজা বাংলা সিনেমার নায়ক হয়েছেন বিক্রম। সেই সঙ্গে ওটিটি মাধ্যমেও তিনি সমান জনপ্রিয়তা পেয়েছেন। এখন ছবির জন্য তার পারিশ্রমিক ১০ থেকে ২০ লক্ষ টাকা।

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) : শিশু শিল্পী হিসেবে অভিনয়ের শুরুটা করেছিলেন সোহম। এরপর নায়ক হিসেবে তার এন্ট্রি হয় টলিউডে। দুইভাবেই তাকে গ্রহণ করেছেন দর্শকরা। এখন ছবিতে বিশেষ অভিনয় করতে দেখা যায় না সোহমকে। তিনি ছবির জন্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পান।