সিরিয়াল ছেড়ে সোজা বলিউড, ‘মেয়েবেলা’র টিকলি ও ‘ধুলোকণা’র চড়ুই পা রাখলেন এই বলিউড সিনেমায়

স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meye Bela) সিরিয়ালের টিকলি এবং ‘ধুলোকণা’ (Dhulokona) সিরিয়ালের চড়ুই, দুজনেই হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় গুনে এরা দর্শকদের মন জয় করে নিয়েছেন নিমিষেই। ধুলোকণার এবং মেয়েবেলা, এই দুটি সিরিয়ালের হাত ধরেই প্রথমবার দর্শকদের সঙ্গে তাদের আলাপ হয়। আর প্রথমেই মন জয় করে নিয়েছেন শ্বেতা মিশ্র (Sweta Mishra) এবং শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya)

‘ধুলোকণা’র চড়ুই বলুন কিংবা ‘ইচ্ছে পুতুলে’র ময়ূরী, বাংলা সিরিয়ালের খলনায়িকা হিসেবে বেশ সুনাম পেয়েছেন শ্বেতা। অন্যদিকে ‘মেয়েবেলা’র টিকলি বাংলা সিরিয়ালে একদম ভিন্ন স্বাদের একটি চরিত্রে অভিনয় করছেন এখন। ছোটবেলায় বাড়িতে নিজের বড় পিসেমশাইয়ের লালসার শিকার হয় সে।

MEYEBELA (1)

মাত্র ৭ বছর বয়সে টিকলির সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল, সেই ধাক্কা ২০ বছরের কাটিয়ে উঠতে পারেনি সে। অথচ এই মেয়ে আর পাঁচজন মেয়ের মত নয়। পড়াশোনায় মেধাবী, নিজে একটি ভাল চাকরি করে এবং সেই সঙ্গে নিজের ব্যবসা খোলার স্বপ্ন দেখে। কিন্তু ছোটবেলার স্মৃতি তাকে মাঝে মাঝে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়।

বাংলা সিরিয়ালে টিকলির মত ঘটনা কিংবা চরিত্র বিরল। এই চরিত্রটিকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন শ্রেয়া। টিকলির চরিত্রের প্রত্যেকটি শেডস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন শ্রেয়া। দর্শকরা তার প্রশংসাতে পঞ্চমুখ। বাংলার দর্শকদের মন জয় করে নেওয়ার পর এবার তিনি পা রাখলেন বলিউডে।

MRS UNDERCOVER

সদ্য জি ফাইভে মুক্তি পেয়েছে ‘মিসেস আন্ডারকভার’ নামের একটি ছবি। এই ছবিতে রাধিকা আপ্তে প্রধান ভূমিকাতে অভিনয় করেছেন। তার সঙ্গে এই ছবিতে পার্থ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া এবং শ্বেতা। শ্বেতাকে একটি বাংলাদেশি মেয়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছে এখানে। তিনি এবং শ্রেয়া রাধিকা আপ্তের সঙ্গে একজন সিরিয়াল কিলারকে ধরা এবং শাস্তি দেওয়ার কাজ করেছেন।

MRS UNDERCOVER 1

‘মিসেস আন্ডারকভার’ ছবিটি প্রধানত স্পেশাল অপসের একজন মহিলা এজেন্ট ও এক ভয়ংকর সিরিয়াল কিলারের গল্প নিয়ে এগিয়েছে। এই ছবিতে সিরিয়াল কিলারের ভূমিকাতে অভিনয় করেছেন সুমিত ব্যাস, যে নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে এবং কেরিয়ারে সফল মেয়েদের নির্মমভাবে হত্যা করে। এই ছবিতে বহু বাঙালি শিল্পীকে দেখা গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন লাবনী সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জী, বিশ্বজিৎ চ্যাটার্জী, ইন্দ্রাশীষ রায়, রাজেশ শর্মা এবং অন্যান্যরা।