Tapas Paul Daughter : কোয়েল মল্লিকের মতো তিনিও একজন তারকা সন্তান। বাবা টলিউডের একজন মেগাস্টার তথা একজন রাজনৈতিক নেতা। তিনি বলিউড (Bollywood) তথা টলিউড (Tollywood) -এ কাজ করেছিলেন এক সময়। কথা বলছি তাপস পাল (Tapas Paul) কন্যা সোহিনী পাল (Sohini Paul) -র। এই মুহূর্তে সোহিনী কি করছেন, কোথায় রয়েছেন সেটাই জানবো আমরা এই প্রতিবেদনের মাধ্যমে।
Tapas Paul Daughter Sohini Paul
৩৬ বছর বয়সী এই নায়িকা ১৯৮৬ সালে ৩১শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা তাপস পাল (Tapas Pal) টলিউডের অন্যতম সুপারস্টার। এই মানুষটিকে আলাদা করে পরিচয় করানোর কোন প্রয়োজন নেই আমাদের। মা নন্দিনী পাল একজন সুগৃহিনী। দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন অঞ্জন দত্ত পরিচালিত একটি ইংরেজি সিনেমা ‘বো ব্যারাকাস ফরএভার’ চলচ্চিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন।
সোহিনী পরিচিতি পান কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘জ্যাকপট’ নামক একটি সিনেমায় অভিনয় করে। এই সিনেমায় রাহুল, কোয়েল মল্লিক এবং হিরন চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এরপর একে একে ‘হ্যাংওভার ‘, ‘অটোগ্রাফ ‘, ‘একটি মেয়ে তমসী’, ‘ওগো বিদেশিনী’ সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা যায় সেহিনীকে। ২০১৫ সালে হিন্দি চলচ্চিত্র ‘হাম তুম দুশমন দুশমন’, সিনেমাতে অভিনয় করার সময় মুম্বাইতে পাড়ি দেন তিনি।
মুম্বাইতে থাকাকালীন ‘চিড়িয়াঘর’, ‘পার্টনারস ‘, ‘আপকে আ জানে সে’ সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিককে অভিনয় করেছেন সোহিনী। একসময় টলিউডে কাজ করলেও এখন শুধুমাত্র পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন সোহিনী। ২০২০ সালে তাপস পালের মৃত্যুর পরে মায়ের একমাত্র ভরসা হয়ে উঠেছেন সোহিনী। তাপস পালের রাজনৈতিক জীবনকে নিয়েও যখন বিতর্ক শুরু হয়, সেই সময়ও সোহিনী সামলেছিলেন পরিবারের সদস্যদের।
অভিনয় জগতের এত বড় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকতে পছন্দ করেন না। মাঝে মাঝে তাপস পালের ছবি শেয়ার করা ছাড়া তেমন কোন ছবি শেয়ার করতে দেখা যায় না সোহিনীকে। এখন মাকে নিয়ে মুম্বাইতে রয়েছেন তিনি, আর বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করে চলেছেন। তবে ভবিষ্যতে টলিউডের আসার কোন ইচ্ছা আপাতত নেই সোহিনীর।
আরও পড়ুন : অসাধারণ সুন্দরী, করেছেন অভিনয়ও, কোথায় হারিয়ে গেলেন শ্রাবন্তীর দিদি?
আরও পড়ুন : পাকিস্তানি এই ক্রিকেটারের স্ত্রী একজন ভারতীয়, রূপ দেখলে সরবে না চোখ
বলিউড, টলিউডে যখন স্বজনপোষণের হাহাকার শোনা যাচ্ছে সর্বত্র, সেই স্থানে দাঁড়িয়ে সোহিনীর মতো অভিনেত্রীরা প্রমাণ করে দিচ্ছেন এই ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের কোন মূল্য নেই। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে যেতে হয় আপনাকে। নেপোটিজমের যদি সত্যি মূল্য থাকতো তাহলে তাপস পালের মেয়ের আজ ভবিষ্যৎ অন্য কলমে লেখা হতো।