অভিনয় ছেড়ে করছেন এই কাজ, ‘সিআইডি’-র ইন্সপেক্টর বিবেক এখন কোথায় জানেন?

‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়? অভিনয় ছেড়ে তিনি কী করছেন জানেন?

CID Fame Inspector Vivek Mashru : ৯০ এর দশকে টেলিভিশন ইন্ডাস্ট্রি জুড়ে এমন অসংখ্য সিরিয়াল এসেছে যেগুলোর কথা আজ এত বছর বাদেও ভুলতে পারেননি দর্শকরা। অনেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত সিরিয়াল। তাই এরপর বহু সিরিয়াল এলেও সেগুলোর জনপ্রিয়তা কখনও পুরনো দিনের শোগুলোকে ছাপিয়ে যেতে পারেনি। এরকমই একটি জনপ্রিয় সিরিয়াল হল সিআইডি (CID)

ক্রাইম থ্রিলারধর্মী শোয়ের প্রতি দর্শকদের আগ্রহ বরাবর কিছু বেশিই থাকে। সনি টিভি (Sony TV) -তে সম্প্রচারিত সিআইডি এযাবৎকালে জনপ্রিয়তার নিরিখে টেলিভিশনের ইতিহাসে আইকনিক শো হিসেবে বিবেচিত হয়। এখনও এই সিরিয়ালের পুনঃসম্প্রচার হয়। দয়া (Daya) , এসিপি প্রদ্যুম্ন (ACP Pradyumnaya) থেকে শুরু করে ইন্সপেক্টর বিবেক (Inspector Vivek) ওরফে বিবেক মাশরু (Vivek Mashru) -কে এই প্রজন্মের দর্শকরাও বেশ চেনেন।

Vivek Mashru

১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২০ বছর ধরে সিআইডির সম্প্রচার হয়েছে। সিআইডি খ্যাত অভিনেতারা সকলে এখন কী করছেন তা জানার জন্য আগ্রহী দর্শকরা। সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ইন্সপেক্টর বিবেককে নিয়ে মাতামাতি চলছে। তার একটি পুরনো ছবি শেয়ার করা হয়েছিল অতি সম্প্রতি। যা দর্শকদের নস্ট্যালজিক করে তুলেছে।

সোশ্যাল মিডিয়াতে একজন বিবেকের ছবি শেয়ার করে লিখেছেন, “আপনি যদি তাকে চেনেন তাহলে আপনার শৈশবটি দুর্দান্ত ছিলেন।” এরপরই বিবেকের এই ছবিটি ভাইরাল হতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে অভিনেতাকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন ভক্তরা। অবশেষে বিবেক মাশরু নিজেই একটি টুইট শেয়ার করলেন।

Vivek Mashru

বিবেক টুইট বার্তায় লিখেছেন, “আপনার ভালবাসা, দয়া এবং প্রশংসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি আমার কাছে অনেক মূল্যবান এবং আমি আমার হৃদয় থেকে এটির প্রশংসা করি। অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা।” উল্লেখ্য, বিবেক কিন্তু এখন আর অভিনয়ের সঙ্গে যুক্ত নেই। অভিনেতা বেশ কয়েক বছর আগে গ্ল্যামার দুনিয়া ছেড়েছেন।

Vivek Mashru

আরও পড়ুন : লকডাউন পাল্টে দিয়েছে CID দয়ার জীবন! দরজা ভেঙে জনপ্রিয় ‘দয়া’র দিন কাটছে এইভাবে

বিবেকের লিঙ্কডইন প্রোফাইল অনুসারে বেঙ্গালুরুর সিএমআর ইউনিভার্সিটিতে কমন কোর কারিকুলাম বিভাগের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। তিনি বেঙ্গালুরুতেই রয়েছেন তার পরিবার নিয়ে। অভিনয় ছেড়ে বেঙ্গালুরুর ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে জীবনের পথে এগিয়েছেন বিবেক।

আরও পড়ুন : CID দিয়েছিল টাকা আর সম্মান, সিরিয়াল বন্ধের পর এইভাবে দিন কাটছে কলাকুশলীদের