পাকিস্তানের সবথেকে সুন্দরী ১০ অভিনেত্রী, যাদের রূপে মুগ্ধ গোটা দুনিয়া

Most Beautiful And Famous Actresses Of Pakistan : সৌন্দর্যে বলিউড নায়িকাদের দশ গোল দেবে পাকিস্তানের এই ১০ সুন্দরী অভিনেত্রী

স্বাধীনতার পর থেকে নানা বিষয় নিয়ে যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কিন্তু দুই দেশের বিনোদন জগতের তারকাদের প্রতি সব সময় সম্মান দেখিয়ে এসেছেন দুই দেশের জনগণ। এই জন্য বলিউড (Bollywood) তারকাদের মত পাকিস্তানী তারকারও এদেশে খুব জনপ্রিয়। এই তালিকায় এমন কয়েকজন পাকিস্তানি অভিনেত্রী নাম দেওয়া হল যার রূপ দেখে মুগ্ধ হয়েছেন বহু ভারতীয় পুরুষ।

মাহিরা খান (Mahira Khan) : পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেত্রী ভারতীয় সিনেমাতেও অভিনয় করেছেন। তাকে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত রইস (Raees) ছবিতে। কিন্তু তারপর পাকিস্তানি ছবি ও ধারাবাহিক এদেশে ব্যান করার পর তাকে আর ভারতীয় সিনেমা অভিনয় করতে দেখা যায়নি।

Mahira Khan and Aisha Uqbah Malik

আয়েষা খান (Aisha Uqbah Malik) : পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন আয়েষা খান। তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘প্যায়ারে আফজল’ (Pyarey Afzal), ‘মেরে পাস তুম হো’ (Meray Paas Tum Ho) মত জনপ্রিয় ধারাবাহিকে।

সজল আলি (Sajal Ali) : পাকিস্তানের এই সুন্দরী অভিনেত্রীকে ভারতীয় সিনেমায় অভিনয় করতেও দেখা গিয়েছে। শ্রীদেবী (Sridevi) অভিনীত মম (Mom) ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তাছাড়াও বহু পাকিস্তানি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।‌

Sajal Ali And Mehwish Hayat

মেহয়িস হায়াত (Mehwish Hayat) : পাকিস্তান সিনেমা ও ধারাবাহিকের পাশাপাশি গত বছর মুক্তি পাওয়া হলিউডের বিখ্যাত ‘মিস মার্ভেল’ (Miss Marvel) ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। সেই ওয়েব সিরিজে কাজ করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

মায়া আলি (Maya Ali) : পাকিস্তানে ভি জে হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর ‘দিয়ার-এ-দিল’ (Diyar-e-Dil)-এর মত ধারাবাহিক ও পরে আলি জাফর (Ali Zafar) অভিনীত জনপ্রিয় পাকিস্তান ছবি ‘তিফা ইন ট্রাবেল’ (Teefa in Trouble)-এ নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

Maya Ali And Saba Qamar

সাবা কামার (Saba Qamar) : জনপ্রিয় এই অভিনেত্রী একটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। জনপ্রিয় এই হিন্দি ছবিটির নাম হল ‘হিন্দি মিডিয়াম’ (Hindi Medium)।

মাওয়ারা হুসেন (Mawra Hocane) : জনপ্রিয় এই অভিনেত্রী নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ভারতীয় ছবিতে অভিনয় করে। তার অভিনীত প্রথম ছবিটির নাম হল ‘সনম তেরি কসম’ (Sanam Teri Kasam)।

Mawra Hocane And Sanam Saeed

সনম সাইদ (Sanam Saeed) : ফাওয়াদ খান (Fawad Khan) অভিনীত ‘জিন্দেগী গুলজার হ্যায়’ (Zindagi Gulzar Hai)-এর মত ধারাবাহিক ও ‘কেক’ (Cake)-এর মত জনপ্রিয় পাকিস্তানি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

আরও পড়ুন : পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলিউডের এই ১১ টি সিনেমাকে, দেখুন তালিকা

হানিয়া আমির (Hania Aamir) : বর্তমান সময় পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হলেন হানিয়া আমির। তার সৌন্দর্যের জন্য ভারতেও তিনি যথেষ্ট জনপ্রিয়। তার জনপ্রিয় ধারাবাহিক গুলির নাম হল ‘আনা’ (Anaa) এবং ‘ইসকিয়া’ (Ishqiya)।

HANIA AND IQRA

আরও পড়ুন : উড়ে এসে জুড়ে বসেন ভারতে, এই ৫ পাকিস্তানি তারকা বলিউডে কোটি কোটি টাকা লুটেছেন

ইকরা আজিজ (Iqra Aziz) : এখন পাকিস্তানের সবচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রী হলেন ইকরা আজিজ। অভিনেত্রীদের তার পারিশ্রমিকও সবার থেকে বেশি। তার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ‘শুনো চান্দা’ (Suno Chanda) ও ‘রাঞ্জা রাঞ্জা কারডি’ (Ranjha Ranjha Kardi)।