Virat Kohli Tattoo : দেশে স্টাইল-স্টেটমেন্ট-এর জন্য তারকাদের ফলো করেন বহু ভারতীয়। তাদের স্টাইল ও সাজগোজ সম্পর্কে জেনে তাদের মতো সেজে ওঠতে চান বহু দর্শক। তবে শুধু মাত্র সিনেমার তারকাদের নয়, ভক্তসংখ্যার বিচারে এই সিনেমার দুনিয়ার এই সকল তারকারা ছাড়াও দেশে অনেক বিখ্যাত তারকা রয়েছেন যাদের ভক্ত সংখ্যাও কম নয়।
এমনি একজন জনপ্রিয় তারকা হলেন ক্রিকেটার বিরাট কোহলি। জনপ্রিয়তা হোক সম্পত্তি বা স্টাইল সব কিছু সব কিছুতে অনেক তারকদের থেকে এগিয়ে রয়েছে তিনি। বিশেষ করে তার সারা গায়ের ট্যাটু গুলোর জন্য। অনেকেই জানে না যে বিরাটের সারা গায়ে মোট ১১টি ট্যাটু রয়েছে। কিন্তু এই ট্যাটু গুলোর আলাদা মানে রয়েছে।
বিভিন্ন এই ট্যাটুর মানে নিয়েই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। ‘গডস আই’ ট্যাটু রয়েছে এই ট্যাটু। যা দেখে বোঝা যায় যে ভগবান সব সময় তার সঙ্গে রয়েছে। এছাড়াও তার এক হাতে তা মা সরোজ এবং বাবা প্রেম-এর নাম লেখা রয়েছে হিন্দিতে। তিনি মা-বাবাকে খুব ভালোবাসেন বলেই এই ট্যাটু করেছেন।
তিনি নিজের জীবন রাগ এবং অগ্ৰাসনকে দমিয়ে রাখতে চান। এই জন্য ‘লর্ড শিবা’ একটি ট্যাটু রয়েছে তার হাতে। বাইশগজের মানসিক শান্তি দেওয়ার জন্য একটি ‘দ্য মনাস্ট্রি’ ট্যাটু রয়েছে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা শুরু হয়েছি কোহলির। এই জন্য সেই ‘টেস্ট ক্যাপ নম্বর’-এর ট্যাটু করিয়েছেন তিনি।
অন্যদিকে ২০০৮ সালে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেই ম্যাচের ক্যাপ নম্বরটিও ট্যাটু করেছেন তিনি। একটি ‘ট্রাইবাল আর্ট’ ট্যাটু রয়েছে যেটা আগ্ৰাসনের প্রতীক। বিরাটের রাশি হল কর্কট। নিজের রাশির নাম লেখা ট্যাটুও করিয়েছেন তিনি। তার হাতের ‘জাপানিজ সামুরাই’-এর ট্যাটুটা খুব বিখ্যাত।
আরও পড়ুন : ৮০ কোটির বাংলো, ২০ কোটির ফার্ম হাউস, বিরাট-অনুষ্কার কাছে আছে বিশ্বের ১০ দামি বস্তু
এই ট্যাটু হল সততা, বিশ্বাস ও সাহসিকতার প্রতীক। হিন্দুধর্মের প্রবিত্র শব্দ ‘ওম’কে ঐশ্বরিক শক্তির অঙ্গ হিসেবে মানে সারা বিশ্ববাসী। তাই এই ট্যাটু তিনি করিয়েছেন যাতে কখনও অহংকার তার না আসে। তার প্রতিটি ট্যাটুর কিছু না কিছু গুরত্ব রয়েছে।
আরও পড়ুন : ২০০০ স্কয়ারফুটের বিলাসবহুল ভিলা কিনলেন বিরাট-অনুষ্কা, দাম জানলে চোখ উঠবে কপালে