তার ঝড়ো ইনিংসের (Innings) দৌলতে বহু হেরে যাওয়া ম্যাচকে জিতে পরিণত করতে পেরেছে ভারতীয় দল। তার মতো ব্যাটসম্যান পৃথিবীতে খুব কমই আছেন। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) এই জনপ্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে ক্রিকেট মাঠে যেমন তিনি যেমন অন্যতম সেরা ঠিক তেমনি ধনসম্পদের পরিমাণের দিক থেকেও তিনি হার মানতে পারেন বহু ক্রিকেটারকে।
বিশেষ করে অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)সঙ্গে বিয়ে করার পর থেকে তাদের দুজনের সম্পত্তির পরিমাণই বেড়েছে। সেটা অবশ্য তাদের বিলাসবহুল জীবনযাপন দেখেই বোঝা যায়। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি সবই রয়েছে তাদের। তবে আরও বেড়েছে তাদের সম্পত্তি। কারণ সম্প্রতি একটি বিলাসবহুল ভিলা কিনেছেন তারা।
আলিবাগে অবস্থিত এই ভিলা প্রায় দু’হাজার স্কয়্যার ফুটের। শুধু তাই নয়, এই ভিলাতে রয়েছে ৪০০ স্কয়্যার ফুটের সুইমিং পুল। মুম্বাই থেকে বোটে চেপেই পৌঁছে যাওয়া যাবে এই ভিলাতে। এখান থেকে খুব কম সময় পুনে পৌঁছে যাওয়া যায়। আলিবাগের ‘আবাস লিভিং’য়ের প্রায় ২৫০ একর জায়গা জুড়ে রয়েছে এই ভিলাটি।
এই বিলাসবহুল এই ভিলার ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। তবে এই বিশাল ভিলাটি কেনার জন্য অনেক টাকাই খরচ করতে হয়েছে বিরুষ্কাকে। জানা গিয়েছে, ভিলা কেনার জন্য প্রায় ৩০০০ কোটি টাকা লগ্নি করেছেন তারা।
ভিলা কেনার চুক্তি হয়েছে যে স্ট্যাম্প ডিউটিতে সেটিও প্রকাশ্যে এসেছে। সেখান থেকে জানা গিয়েছে, প্রায় ৬ কোটি টাকা খরচ করে এই ভিলাটি কিনেছেন তারা। এছাড়াও চুক্তির স্ট্যাম্প ডিউটির জন্য খরচ হয়েছে প্রায় ৩৬ লক্ষ টাকা। যদিও এই প্রথম নয়। এর আগেও বহু বিলাসবহুল বাড়ি কিনেছেন বিরাট-অনুষ্কা।
গত বছর এই আলিবাগেই ১৯ কোটি ২৪ লক্ষ টাকা দিয়ে একটি ফার্মহাউস কিনেছেন তিনি। কম যান না ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাটকে টক্কর দিতে পারেন তিনিও। কারণ বিরাটের মতো রোহিতেরও আলিবাগের মাত্রোলি গ্রামে চার একর জমি কেনা রয়েছে।