স্বামী সন্তান আর সংসার, সমানতালে সামলাচ্ছেন এই টলিউড অভিনেত্রীরা

একটা সময় ছিল যখন অভিনেত্রীরা (Actress) মা হয়ে গেলে তাদের আর নায়িকার ভূমিকায় ভাবাই যেত না। হয় কেরিয়ার নয় মাতৃত্ব (Motherhood), যেকোনও একটা বেছে নিতে হত। তবে একবিংশ শতাব্দীতে ধ্যান-ধারণার অনেক পরিবর্তন এসেছে। এখন সংসার, সন্তান সামলেও মেয়েরা অভিনয় করতে পারছেন, তাও আবার নায়িকার (Bengali Actress) ভূমিকায়। এই তালিকায় রয়েছেন কারা? দেখে নিন কোন কোন অভিনেত্রী মা হওয়ার পর বাংলা ধারাবাহিকে ফিরেছেন।

কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) : তালিকায় প্রথমেই থাকবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিনেত্রী একাধিক ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকের ‘পাখি’ হয়ে ২০০০ সালে শুরু হয়েছিল তার যাত্রা। এরপর একের পর এক কাজ এসেছে তার ঝুলিতে। মাঝে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন অভিনেত্রী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে, নাম কিয়া। ছোট্ট কিয়াকে বাড়িতে রেখে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন কনীনিকা।

Koneenica Banerjee

অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumder Paul) : জি বাংলার নতুন ধারাবাহিক ‘গৌরী এল’তে অভিনয় করছেন অঙ্কিতা। ধারাবাহিকে তিনি এক সংবাদ পাঠিকার ভূমিকায় অভিনয় করছেন। সদ্য মা হয়েছেন তিনি। একরত্তি সন্তানকে বাড়িতে রেখে তিনিও মাতৃত্বের পর এই প্রথম ক্যামেরার সামনে এলেন। নতুন সুযোগ পেয়ে অভিনেত্রী বেজায় খুশি। ফেসবুকে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন তিনি তার কাজকে কতটা মিস করতেন। অবশেষে তার আশাপূরণ হল।

Ankita Majumder Paul

সৈরিতী বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee) : বেশ কয়েক বছর আগেই বিয়ে হয়েছে সৈরিতী। এক ফুটফুটে কন্যা সন্তানের মা তিনি। সন্তানের জন্মের পর তিনি ফের অভিনয়ে ফিরে আসেন। লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। মাতৃত্বের পর সেই ছিল তার প্রথম কাজ।

Sairity Banerjee

পায়েল দে (Payel Dey) : সন্তান জন্মের পরেও একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন পায়েল দে। অভিনয় কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই তিনি বিয়ে করেন অভিনেতা দ্বৈপায়ন দাসকে। তাদের একমাত্র ছেলের নাম মেরখ। তিন বছরের ছেলেকে বাড়িতে রেখে এই মুহূর্তে কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন পায়েল।