টেনেটুনে মাধ্যমিক পাস থেকে উচ্চমাধ্যমিক ফেল, টলিউড তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কতদূর

বছরের পর বছর ধরে টলিউডে (Tollywood) রাজত্ব করে এসেছেন যে নায়করা (Actors), তাদের সম্পর্কে সাধারণের মনে কতই না উচ্চ ধারণা থাকে। পর্দায় প্রায়ই দেখা যায়, দেশ-বিদেশের বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রী নিয়ে এসেছেন তারা। রিল লাইফে যারা নায়ক, তাদের সর্বগুণসম্পন্ন হিসেবেই দেখানো হয় পর্দাতে। তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্যেও সর্বদা উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা। টলিউড হিরোদের শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) সম্পর্কে জানার জন্যেও সাধারণের মনে প্রবল আগ্রহ থাকে। আসুন, আজ বরং জেনে নেওয়া যাক টলিউড নায়কদের শিক্ষার দৌড় কতদূর।

দেব (Dev) : বিগত ১ দশকে টলিউডের টপ মোস্ট সুপারস্টার হয়ে উঠেছেন দেব। তিনি একাধারে টলিউড অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং বর্তমানে তৃণমূলের তরফের সাংসদও বটে। অভিনয়, রাজনীতিতে যিনি এত দক্ষ, তিনি কিন্তু পড়াশোনাতেও বেশ মনোযোগী ছিলেন। পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছেন দেব।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) : ৯০ এর দশকের এই অভিনেতা আজও নিজের নামের পাশে সুপারস্টার তকমা ধরে রাখতে পেরেছেন। তিনি টলিউডের সবথেকে ভার্সেটাইল অভিনেতা, আজ এত বছর পরেও যার গ্রহণযোগ্যতা বিন্দুমাত্র কমেনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন তিনি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেছেন প্রসেনজিৎ।

যশ দাশগুপ্ত (Yash Dasgupta) : টলিউডের নবীন প্রজন্মের অভিনেতা যশ দাশগুপ্তের ব্যক্তিগত জীবন এই মুহূর্তে সাধারণের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। টলিউড এবং টেলিভিশনকে একের পর এক হিট প্রজেক্ট দিয়েছেন যশ। তবে পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ ছিল না তার। তার শিক্ষাগত যোগ্যতা হলো, তিনি সিবিএসসি বোর্ড থেকে মাধ্যমিক পাশ।

জিৎ (Jeet) : টলিউড সুপারস্টার জিৎও অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছেন মন দিয়ে। তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক পাশ করেছেন।

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) : যীশু সেনগুপ্তও পড়াশোনায় বেশ কৃতি ছাত্র ছিলেন। টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেতা হেরম্ব চন্দ্র কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেছে।

আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) : সকলের প্রিয় সত্যান্বেষী ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘ফেলুদা’ আবির চট্টোপাধ্যায়ও পড়াশোনায় বাকিদের তুলনায় কোনও অংশে কম যান না। গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ পাশ করে তবেই অভিনয় জগতে পা রেখেছেন আবির।

টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) : অভিনয় নয়, টোটা রায়চৌধুরীর ইচ্ছে ছিল তিনি ভারতীয় সেনা বিভাগে যোগদান করবেন। তবে ভাগ্য তাকে অভিনেতা বানিয়েছে। অভিনয় জীবনে দুর্দান্ত সফলতা অর্জন করেছেন টোটা। আবার পড়াশোনার প্রতি আগ্রহবশত সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতকও পাশ করেছেন তিনি।

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : এতদিন দর্শক অঙ্কুশকে অভিনেতা হিসেবেই জেনেছিলেন। তবে সম্প্রতি ডান্স বাংলা ডান্সের প্ল্যাটফর্ম অঙ্কুশকে দক্ষ সঞ্চালকও করে তুলেছে। পড়াশোনাতেও তিনি বেশ ভালো ছাত্র ছিলেন। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়েছেন তিনি।

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) : অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান। প্রথম জীবনে থিয়েটারের হাত ধরেই অভিনয় জীবনে পা রাখেন তিনি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) : থিয়েটারের হাত ধরেই টলিউডে এসেছিলেন রুদ্রনীল। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিও সমানতালে সামলাচ্ছেন রুদ্রনীল। তবে এসবের আগে নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন তিনি।