‘জিৎ সবাই হয়, কিন্তু দেব একটাই’, ট্রোলের জবাবে বিস্ফোরক উত্তর দেবের

আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব (Dev), প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) অভিনীত ‘কাছের মানুষ’ (Kacher Manush) ছবিটি। বাঙালি দর্শকদের বাংলা ছবিমুখী করে তোলার জন্য অভিনব পন্থা নিয়েছেন তারকারা। একেবারেই আলাদাভাবে ‘কাছের মানুষ’ ছবির প্রচার চালাচ্ছেন দেব, প্রসেনজিৎরা। এর আগে স্ট্যান্ড আপ কমিটির মঞ্চে উঠে নিজেকে নিয়ে খিল্লি করেছিলেন প্রসেনজিৎ‌। এবার দেবও একইভাবে নিজেকেই নিজে ট্রোল করলেন।

দেব এদিন বলেছেন তিনি কখনও কাউকে না বলতে পারেন না। প্রসেনজিৎ চ্যাটার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এই যে সৃজিত মুখোপাধ্যায়, তুমি তো চিনবে বুম্বাদা, তোমার খুব কাছের মানুষ, ফোন করে বলল তোর জন্য একটা স্ক্রিপ্ট লিখেছি, কিন্তু ডায়লগ নেই। না করতে পারলাম না। দিদি যখন ফোন করে বলল, দেব তোমাকে এমপি হতে হবে। আমি….”।

Here is Why Dev Opened his Own Production House Dev Entertainment Ventures

দেবের উচ্চারণ নিয়ে এর আগে বহুবার তার সমালোচনা হয়েছে। তাই তিনি এদিন বারবার প্রশ্ন করতে থাকেন, “আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো?” তারপর বলেন, “জানো বুম্বাদা আমাকে নিয়ে একটা সার্ভে করা হয়েছিল, তাতে বলা হয় আমার কথা অর্ধেক কথা বোঝা যায় বলে লোকে অর্ধেক সিনেমা দেখে হল থেকে বেরিয়ে আসে। এত পরিশ্রম করার পর এত কিছু শুনতে হয়, তখন কষ্ট হয়। তবে এখন মেনে নিয়েছি। যে যত সফল তাকে নিয়ে তত ট্রোল হবেই”।

তিনি আরও বলেছেন তিনি কখনও নিজের প্রচার নিজে করেন না। সেই সঙ্গে বলেছেন, “এই যে ধরুন আমি ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, বলেছি কাউকে। বাংলার বক্স অফিসে সবচেয়ে বড় হিট অ্যামাজন.., বলেছি কাউকে? প্রযোজক হিসেবে একটার পর একটা হিট দিয়েছি, বলেছি কাউকে? একটা সাক্ষাৎকার দেখিয়ে দাও। বহুবছর মন দিয়ে কাজ করলে না, যে কেউ করতে পারবে। জিৎ, সবাই হয়। কিন্তু দেব একটাই… কোথায় বলেছি একথা দেখিয়ে দাও! আমি আজই ইন্ডাস্ট্রি ছেড়ে দেব”।

আসলে জিতের সঙ্গে দেবকে তুলনা করে তাকে বারবার ট্রোল করা হয়ে এসেছে। সেই সমস্ত সমালোচনার জবাব তিনি এদিন দিলেন বলেই মনে করছেন দেবের ভক্তরা। এছাড়া তার মহানায়ক, বঙ্গভূষণ সম্মান পাওয়া নিয়েও সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা হয়। সেই প্রসঙ্গও এই দিন উঠেছিল তার কথায়। তিনি বলেন, “আগে ছিলাম মহানায়ক এখন বঙ্গভূষণ।”

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে দেব এবং প্রসেনজিতকে একসঙ্গে দেখার সুযোগ হয়েছিল দর্শকদের। কয়েক বছরের মধ্যেই আবারও একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন তারা। দেবের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা। দেবের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তুলিকা বসু।