দর্শক নেই, টিআরপির অভাবে এবার বন্ধ মিঠাই, জানা গেল শেষ সম্প্রচারের তারিখ

ক্রমশ কমে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকের টিআরপি রেটিং। গত সপ্তাহের টিআরপি তালিকায় অনেকটাই নিচে নেমে গিয়েছিল ধারাবাহিকটি। মিঠাইয়ের এই অবনমন মানতেই পারছে না ভক্তরা। টিআরপি আচমকা এরকম কমে যাওয়া নিয়ে এমনিতেই মন খারাপ ছিল তাদের। তবে এবার স্টুডিওপাড়া থেকে আরও বড় দুঃসংবাদ এল মিঠাই ভক্তদের জন্য। এবার নাকি শেষ চলেছে মিঠাই ধারাবাহিকের যাত্রা।

বিগত প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বাংলার দর্শকদের বিনোদন যুগিয়ে এসেছে মিঠাই। মোদক পরিবার, হল্লা পার্টি, সিধাই জুটি, হালফিলে আর কোনও সিরিয়াল মিঠাইয়ের মত জনপ্রিয়তা পায়নি। এর আগেও বহুবার ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল। কিন্তু এবার স্টুডিওপাড়াতেই কানাঘুষোতে মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে জোর জল্পনা চলছে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শোনা যাচ্ছে পুজোর পর নাকি জি বাংলাতে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর সেই কারণেই নাকি বেশ কিছু পুরনো ধারাবাহিক এবার বন্ধ হতে চলেছে। তার মধ্যেই নাকি রয়েছে মিঠাইয়ের নাম! পুরনো মেগা ধারাবাহিকগুলোর মধ্যে মিঠাইকেও জায়গা ছেড়ে দিতে হবে নতুন ধারাবাহিকের জন্য। টিআরপি তালিকায় ক্রমশ খারাপ ফলাফল করাই কি এর পেছনে কারণ?

আসলে যে কোনও ধারাবাহিক বন্ধ হওয়ার পেছনেই টিআরপি একটা অনেক বড় কারণ। গত কয়েক সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে মিঠাইয়ের উপর আগ্রহ হারিয়ে ফেলছেন দর্শকরা। সিদ্ধার্থ-মিঠাইয়ের টক-ঝাল-মিষ্টি কেমিস্ট্রিটা তেমন জমছে না। ধারাবাহিকের গল্পটাও নড়বড়ে ঠেকছে দর্শকদের কাছে। টি আর পি তালিকাই তার ইঙ্গিত দিচ্ছে।

গত দুই সপ্তাহের টিআরপি তালিকা দেখে এমনিতেই মনে মনে প্রমাদ গুনছিলেন মিঠাই ভক্তরা। মিঠাই এর বিভিন্ন ফ্যান গ্রুপগুলোতে চলছিল এই নিয়ে আলোচনা। তারা দেখেশুনে মিঠাই ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণও খুঁজে বের করেন। ধারাবাহিকের গল্পের মধ্যে একঘেয়েমি, গল্পের দুর্বলতাকেই তারা প্রধাণত এর পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করেন।

গত সপ্তাহে মিঠাইয়ের টিআরপি রেটিং ছিল ৬.৬। যদিও ধারাবাহিকের অভিনেতারা দাবি করেন টিআরপি নিয়ে তারা চিন্তিত নন। তবে তারা যাই বলুন না কেন, টিআরপির নম্বর বলে দিচ্ছে দর্শকদের মনে এখন আর মিঠাই সেভাবে প্রভাব বিস্তার করতে পারছে না। স্টুডিওপাড়াতে তাই শোনা যাচ্ছে পুজোর পরেই হয়তো মিঠাই বন্ধ করে দেওয়া হতে পারে। এই বিষয়ে ধারাবাহিকের কলাকুশলী বা চ্যানেল এখনও কোনও নিশ্চিত খবর জানায়নি।