বদলে গেল রাণী রাসমণি সম্প্রচারের সময়, ওলট পালট জি বাংলার টাইম স্লট

নতুন বছরের শুরুতেই একাধিক চমক অপেক্ষা করে রয়েছে বাংলা ধারাবাহিকের (Bengali Telivision) দর্শকদের জন্য। বাংলার গ্রামের আনাচে কানাচের লোকগানের পসরা সাজিয়ে আসছে নতুন ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। কয়েক মাসের বিরতির পর এই ধারাবাহিকের হাত ধরে ফের পর্দায় ফিরছেন গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhury)। তার বিপরীতে আছেন নবাগতা মেঘা দাঁ (Megha Dawn)। নাচের জগতের শিল্পী তিনি। অংশ নিয়েছেন ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance)।

তবে ‘পিলু’ এসে বদলে দিচ্ছে জি বাংলার (Zee Bangla) টাইম স্লট। আগামী ১০ই জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক। এতদিন এই সময় করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্বের (Korunamoyee Rani Rashmoni) সম্প্রচার হয়ে এসেছে। স্টুডিও পাড়ায় খবর এবার করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্বের সময়সূচির পরিবর্তন হবে। তবে সেই সময়সূচী এখনও জানানো হয়নি।

ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস আনন্দবাজার অনলাইনের কাছে জানিয়েছেন রাসমণির জায়গা নিতে আসছে পিলু। ‘রাসমণি’ এবং ‘মিঠাই’ এর পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস নতুন ধারাবাহিক ‘পিলু’রও পরিচালনা করছেন। পরিচালক জানিয়েছেন এক সপ্তাহ ধরে নতুন ধারাবাহিকের শুটিং চলছে। শুধু স্টুডিয়োর মধ্যেই নয়, পুরুলিয়া জেলা ঘুরে ঘুরে শুটিং চলছে পিলুর।

গৌরব এবং মেঘা ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, অঞ্জনা বসু, কৌশিক চক্রবর্তীরা। ঐতিহাসিক প্রেক্ষাপটের রাসমণি এবং বাঙালির ঘরোয়া স্বাদের মিঠাইয়ের জয়জয়কার সর্বত্র। এবার গান নিয়ে নতুন পরিকল্পনা রয়েছে পরিচালকের। আনন্দবাজারের প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন, ‘‘দর্শকের স্বাদ বদলাব বলে। দুই স্বাদের ধারাবাহিকই জনপ্রিয়তা পেয়েছে। তাই দেখে মনে হল, গান নিয়ে এখনও কোনও ধারাবাহিক তৈরি হয়নি। এ দিকে বাঙালির ঘরে ঘরে এখনও সঙ্গীতচর্চার রীতি বহাল। সেই জায়গা থেকেই ‘পিলু’।”

আরও পড়ুন :- জি বাংলার নতুন সিরিয়াল পিলুর নায়িকা আসলে কে, রইলো তার পরিচয়

ধারাবাহিকের আদ্যোপান্ত গানে ভরা। গানের দায়িত্বে রয়েছেন উপালি চট্টোপাধ্যায়। আনন্দবাজারের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ধারাবাহিকের শুরু থেকে শেষ গানের সুরে ভরাট। তাই একটা বড় অংশ জুড়ে থাকবে লোকগান আর শাস্ত্রীয় বা রাগাশ্রয়ী গান। একই সঙ্গে শোনা যাবে বাংলার সব ধরনের গানও।’’ ধারাবাহিকের সুরকার জানিয়েছেন ধারাবাহিকজুড়ে বিভিন্ন বয়সের চরিত্রের গলাতে বিভিন্ন স্বাদের গান শুনতে পাবেন দর্শকরা। নতুন এবং পুরনো প্রজন্মের শিল্পীদের গানও উপরি পাওনা থাকবে দর্শকের জন্য।