জি বাংলার নতুন সিরিয়াল পিলুর নায়িকা আসলে কে, রইলো তার পরিচয়

ফের দর্শকদের জন্য নতুন চমক দিতে চলেছে জি বাংলা (Zee Bangla)। জি বাংলার তরফ থেকে খুব তাড়াতাড়িই আনা হবে নতুন ধারাবাহিক পিলু (Pilu)। ইদানিং জি বাংলার নতুন ধারাবাহিকগুলির জনপ্রিয়তা তুঙ্গে। এবার টিআরপি লিস্টে জায়গা করে নিতে আসছে পিলু। অভিনয়ে, গৌরব রায় চৌধুরী (Gourab Roy Choudhury) এবং নবাগতা অভিনেত্রী মেঘা (Megha)।

যদিও মেঘাকে অবশ্য এর আগেও টেলিভিশনের পর্দায় দেখেছেন দর্শক। সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম থেকে আসছেন তিনি। জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর প্রতিযোগী মেঘা পিলুর (Pilu) নায়িকা। টেলিভিশন ইন্ডাস্ট্রির পোড়খাওয়া নায়ক গৌরব রায় চৌধুরীর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত ডান্স এবং অভিনয়ের অনুরাগী।

অভিনেতা গৌরব রায়চৌধুরী দীর্ঘদিন ধরেই টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। সদ্য স্টার জলসার পর্দায় ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকে গৌরব রায়চৌধুরী শেষবার অভিনয় করেন। ধারাবাহিক বন্ধ হওয়ার পরপরই নতুন প্রজেক্ট পেয়ে গিয়েছেন গৌরব। আর এবারে তার জুড়িদার হতে চলেছেন মেঘা।

মেঘার নাচ দর্শকদের ভীষণ পছন্দের। মছলন্দপুরের মেঘা রবীন্দ্রভারতীর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি নাচ নিয়েই পড়াশোনা করছেন। স্কুলের পড়াশোনা শেষ করেই কলকাতায় এসে উপস্থিত হন অভিনেত্রী। সেই থেকে কলকাতাই হয়ে উঠেছে তার আস্তানা। মেঘা ডান্স বাংলা ডান্সে নাচ করার পাশাপাশি বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রজেক্টের সঙ্গেও জড়িয়ে পড়েছেন। ধারাবাহিকের প্রথম প্রোমো দেখেই দর্শক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, পিলু একটি গ্রামের মেয়ে। সে থাকে তার দাদুর বাড়িতে। দাদু বাড়িতে এসে উপস্থিত হয়েছেন একজন অতিথি। তিনি একজন গায়ক। রোজ সকালে উঠে রেওয়াজ করার আগে গলার জন্য তার প্রয়োজন গরম জল আর লবঙ্গ। পিলু তাকে শেখাবে, গান গাওয়ার জন্য লবঙ্গ বা গরম জলের প্রয়োজন নেই। প্রয়োজন মনের আনন্দ।

এই গায়কের চরিত্রেই অভিনয় করছেন গৌরব রায় চৌধুরী। আপাতদৃষ্টিতে তাকে গম্ভীর প্রকৃতির বলেই মনে হয়। অপরপক্ষে পিলু সহজ-সরল প্রাণোচ্ছল স্বভাবের মেয়ে। সে নিজেও গান করে। এই চরিত্রটি ফুটিয়ে তুলছেন মেঘা। মেঘার নাচ এতদিন দর্শক দেখেছেন, প্রশংসা করেছেন। এবার একজন গায়িকার ভূমিকায় মেঘার অভিনয় দেখবেন দর্শক। অপেক্ষায় দিন গুনছেন তারা।