ভারতের সবথেকে দামি ম্যারেজ হল খুললেন মুকেশ আম্বানি, এক রাতের ভাড়া শুনলে ঘুরে যাবে মাথা

দেশের সবথেকে দামি বিয়ের আসর খুললেন মুকেশ আম্বানি, এক রাতের ভাড়া শুনলে ঘুরে যাবে মাথা

Jio World Garden Inner View : জিও ইন্ডাস্ট্রিজ এমন একটি ইন্ডাস্ট্রি যা টেলিকম দুনিয়া থেকে খুচরো ব্যবসা সবকিছুতেই নিজের আধিপত্য বিস্তার করে রেখেছে। এবার মানুষের বিনোদনের আরো একটি নতুন দিক খুলে দিলেন আম্বানি পরিবার। আজ আমরা জানবো মুকেশ আম্বানি (Mukesh Ambani)অধীনে তৈরি হওয়া জিও ওয়ার্ল্ড গার্ডেন (Jio World Garden) সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।

Mukesh Ambani’s Jio World Garden

২০২২ সালের ৬ মার্চ জিও ওয়ার্ল্ড গার্ডেনের উদ্বোধন করেছিলেন নিতা আম্বানি। এই বিশাল পার্কটি বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত। এই পার্কেই মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির সঙ্গে বিয়ে হয়েছিল শুক্লা মেহতার। ৫ লাখ বর্গফুট জমি জুড়ে তৈরি হওয়া এই পার্কটি বিবাহ অনুষ্ঠানের জন্য তৈরি করা হলেও গত বছর পার্কে অনুষ্ঠিত একটি ইভেন্টে এই পার্কে শতাধিক মানুষের সমাগম হয়েছিল।

Jio World Garden Inner View

ভারত বা ভারতের বাইরের নামিদামি তারকা বা শিল্পপতিরা নিজেদের পরিবারের বিবাহের অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারেন এই বিলাসবহুল পার্কটিকে। এই পার্কের পার্কিং স্পেসে ২০০০ টির বেশি গাড়ি পার্ক করা যায় একই সঙ্গে। এই পার্কটির মধ্যে আপনি যেখানেই যান না কেন সেখানেই আপনি ওয়াইফাই সংযোগ পাবেন একেবারে বিনামূল্যে। বিবাহ বা জন্মদিনে অনুষ্ঠানে যদি এই পার্টি কেউ ভাড়া করতে চান তাহলে একদিনের জন্য দিতে হবে ১৫ লক্ষ টাকা।

কি কি আছে জিও ওয়ার্ল্ড গার্ডেনে

এই বিলাসবহুল পার্কের মধ্যে রয়েছে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, হোটেল, একটি মল, পারফর্মিং আর্ট থিয়েটার, একটি রুফ টপ ড্রাইভ ইন মুভি থিয়েটার সহ একটি বাণিজ্যিক অফিস। গত বছর শীতকালে এই পার্কটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল জমকালো ভাবে। মাত্র ১০ টাকার টিকিটের বিনিময়ে এই পার্কে সাধারণ মানুষের সমাগম হয়েছিল।

Jio World Garden Inner View

গত বছর শীতকালে ডিজনিল্যান্ডের কায়দায় সাজানো হয়েছিল এই পার্কটিকে। নাম দেওয়া হয়েছিল Winter Wonderland। শিশুদের হরেক রকম খেলনার পাশাপাশি ছিল কার্টুন ক্যারেক্টারগুলিকে সামনে দেখার সুযোগ। নাচ-গান, খাওয়া-দাওয়া সব কিছুরই ব্যবস্থা ছিল সেখানে। এই বছরও শীতকালে আগের বছরের মতো ইভেন্টের আয়োজন করার অনুরোধ জানাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : জিও-র দিন শেষ, ভারতে আসছে বিশ্বের দ্রুততম ইন্টারনেট পরিষেবা, মুকেশ আম্বানির মাথায় হাত

আরও পড়ুন : সারাদিনে কি কি খান? দেখে নিন মুকেশ আম্বানির ডায়েট চার্ট

এই পার্কটি তৈরি করে মুকেশ আম্বানি নিঃসন্দেহে রিলায়েন্সকে আরো বেশি করে মানুষের কাছাকাছি পৌঁছে দিলেন। এতদিন টেলিকম সংস্থায় যে জিও মানুষকে আনন্দ দিচ্ছিল সেই জিওকে এবার অন্যরূপে দেখতে পেয়ে ভীষণ আনন্দিত সকলে। মুম্বাই বাসী তো বটেই সারা বিশ্বের মানুষের কাছে শীতকালের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে এই জিও ওয়ার্ল্ড গার্ডেন।