জি বাংলায় আসছে নতুন সিরিয়াল, প্রকাশ্যে এল নতুন ধারাবাহিকের প্রোমো

আসছে নতুন সিরিয়াল, দুই নায়িকাকে নিয়ে এল জি বাংলার নতুন সিরিয়ালের প্রোমো

Zee Bangla Mithijhora Serial : মানুষের পছন্দ পাল্টাচ্ছে, তাল মিলিয়ে পাল্টাতে হচ্ছে সিরিয়ালের গল্পকেও। এখন জি বাংলা (Zee Bangla) বা স্টার জলসা (Star Jalsha) -র মতো জনপ্রিয় চ্যানেলগুলিও একটি ধারাবাহিক বেশি দিন দেখাতে পারছে না কারণ ধারাবাহিকগুলি মানুষের জনপ্রিয়তা অর্জন করতে অক্ষম হচ্ছে, ফলে কমে যাচ্ছে টিআরপি। এবার জি বাংলায় প্রকাশ্যে এলো আরো একটি নতুন ধারাবাহিকের প্রমো।

‘আলোর কোলে’, ধারাবাহিকের প্রমো মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আরো একটি নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পেল জি বাংলার তরফ থেকে। সব থেকে মজার বিষয় হলো, ‘আলোর কোলে’ ধারাবাহিকের মতই ২৭ নভেম্বর থেকেই সম্প্রচারিত হবে ‘মিঠিঝোরা’ (Mithijhora) নামক এই নতুন ধারাবাহিকটি। শুধু তাই নয়, নতুন ধারাবাহিকদুটিকে দেখানো হবে একেবারে পরপর স্লটে।

MITHIJHORA

‘মিঠিঝোরা’ ধারাবাহিকের প্রমোতে দেখানো হচ্ছে, তিন বোনের ভালোবাসার কাহিনী। বড় বোনের বিয়ের তারিখ পাকা করে এসেছে বাবা। বড়দি অর্থাৎ রাই মনে মনে আগামী দিনের সুখের স্বপ্ন বুনছে, কিন্তু তার মধ্যেই হঠাৎ বাড়িতে নেমে এলো বিষাদ। ডাক্তার জানান, হাতে বেশি সময় নেই। এদিকে মাথার উপর বাবা ছাড়া আর কেউ নেই তিন বোনের। এই কঠিন পরিস্থিতিতে পরিবারের হাল ধরার জন্য নিজেই নিজের বিয়ে ভেঙে দিয়ে হবু স্বামীকে বোনকে বিয়ে করার জন্য রাজি করায় রাই।

বোঝাই যাচ্ছে, দিদির এই আত্মত্যাগের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে সিরিয়ালটি। ‘খেলনা বাড়ি’-র পরেই এই নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন আরাত্রিকা মাইতি। সঙ্গী হবেন ‘জয়ী’ খ্যাত দেবাদ্রিতা বসু। অন্য চ্যানেলে অভিনয় করলেও দেবাদ্রিতা বহুদিন পর ফিরতে চলেছেন জি বাংলায়। ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন স্বপ্নীলা চক্রবর্তী। ‘একাদোক্কা’-য় শেষ অভিনয় করেছিলেন তিনি। নায়কের ভূমিকায় অভিনয় করবেন সপ্তর্ষি, যিনি বেশ কিছু ওয়েব সিরিজও কাজ করেছেন এর আগে। কিন্তু কখন দেখানো হবে এই ধারাবাহিকটিকে?

Anurager chhowa

নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’ ধারাবাহিকটির ঠিক পরেই অর্থাৎ সাড়ে নটায় দেখানো হবে এই ধারাবাহিকটিকে, অর্থাৎ অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সঙ্গে কড়া টক্কর দিতে চলেছে এই তিন বোনের গল্প। এবার প্রশ্ন হল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটিকে যদি সাড়ে নটায় দেখানো হয় তাহলে ‘মিলি’ কখন সম্প্রচারিত হবে? ‘ মিলি’ ধারাবাহিকটি দেখানো হবে রাত ১০ টায় অর্থাৎ প্রথম থেকেই কম জনপ্রিয়তার কারণে বারবার পাল্টে দেওয়া হচ্ছে মিলির সময়।

আরও পড়ুন : সিরিয়াল থেকে সোজা টলিউড! এই সুপারস্টারের সঙ্গে সিনেমায় পা রাখছে ‘মিঠাই’য়ের মিষ্টি

SANDHYATARA

আরও পড়ুন : বহু বছর বাদে পর্দায় ফিরছেন Star Jalsha -র জনপ্রিয় অভিনেতা, আসছে নতুন সিরিয়াল

প্রসঙ্গত, স্টার জলসায় দুই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে সন্ধ্যাতারা। ফের আরো একবার তিন বোনের গল্প নিয়ে এই নতুন ধারাবাহিক তৈরি হতে চলেছে, যদিও তা শুরু হচ্ছে অন্য চ্যানেলে কিন্তু প্রায় একই প্রেক্ষাপটে তৈরি হওয়া এই নতুন ধারাবাহিকটিকে অনেকে সন্ধ্যা তারা ২ বলেও কটাক্ষ করছেন। আগামী দিনে এই ধারাবাহিকটি কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারবে, তা সময় বলতে পারবে।