সুশান্ত কাণ্ডে খুলে গেল নতুন মোড়, গ্রেফতার করা হল অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টরকে

গত বছর ১৪ই জুন নিজের বান্দ্রার ফ্ল্যাট থেকে তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই তার মৃত্যু রহস্য নিয়ে চলছে তদন্ত। এবার সেই তদন্ত কান্ডে খুলে গেল নতুন মোড়। সুশান্ত কাণ্ডের তদন্ত সূত্রেই এই মৃত্যু রহস্যের সাথে মাদক যোগ পেয়েছিল সিবিআই (CBI) যার পরেই এই তদন্তের দায় সমান্তরাল ভাবে নেয় এনসিবি (NCB)।এই সূত্রেই সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তার ভাইকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।এবার সেই সূত্রেই উঠে এলো সুষধন্তের প্রাক্তন সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ারের নাম।

ঋষিকেশ পাওয়ারের (Hrishikesh Pawar) বিরুদ্ধে অভিযোগ, সুশান্তকে মাদক সরবরাহ করতেন তিনি।সেই সূত্রেই তাকে গ্রেফতার করেছে এনসিবি।জানা যায়, তিনি সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন।একসাথে বেশ কতগুলি ছবিতেও কাজ করেছেন তারা। NCB সূত্রে জানা গিয়েছে, ধৃত সহ-পরিচালক সুশান্তের বন্ধু ছিলেন। গোয়েন্দারা পরিচালকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইলেক্ট্রনিক্স গ্যাজেট উদ্ধার করেছে।

জানা যায়,তার ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল এনসিবি।আগেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিছুবার ডাকা হয়েছিল।তবে তার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তাকে গ্রেফতার করে এনসিবি। অগ্রিম জামিনের আবেদনও করেছিলেন তিনি তবে আদালতে সেই আর্জি খারিজ হয়।তার মোবাইল এবং ল্যাপটপ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর মামলার সঙ্গে সম্পর্কিত মাদক মামলার ৮ অভিযুক্তর কন্ঠস্বরের নমুনার ফরেনসিক পরীক্ষার দাবি জানিয়ে বিশেষ এনডিপিএস আদালতের দ্বারস্থ হয়েছে এনসিবি। এই আটজন অভিযুক্তের তালিকায় রয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ রবিপ্রসাদের। দু-জনকেই মাদকচক্রের সঙ্গে সরাসরি জড়িত থাকবার অপরাধে গ্রেফতার করেছিল এনসিবি। আপতত জামিনে মুক্ত তাঁরা।