স্টার জলসা নাকি জি বাংলা কার রিয়েলিটি শো এগিয়ে, প্রকাশ্যে এল অবিশ্বাস্য ফলাফল

করোনা পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে টেলিভিশন ইন্ডাস্ট্রি (Bengali Telivision)। অতিমারির সময় থেকেই সিনেপর্দার তুলনায় টেলিভিশন পর্দা এবং ওটিটির প্রতি সাধারণের আকর্ষণ বেড়েছে। বর্তমানে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে সিনেমা হলের তুলনায় বরং টেলিভিশন এবং ওটিটিতেই কনটেন্ট দেখতে বেশি পছন্দ করছেন দর্শকরা। স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলাও (Zee Bangla) তাই দর্শকদের কাছে বিনোদন পৌঁছে দিতে খামতি রাখছে না কোনও।

একের পর এক নতুন ধারাবাহিক এবং নিত্য নতুন কনসেপ্টের রিয়েলিটি শো (Reality Show) দিয়ে দর্শক ধরে রাখার লড়াইয়ে নেমেছে এই দুই প্রধান সারির চ্যানেল। টিআরপি তালিকায় স্টার জলসা এবং জি বাংলার রিয়েলিটি শোগুলিও বেশ ভালো প্রভাব ফেলছে। তবে চলতি সপ্তাহে টিআরপির নিরিখে কিন্তু জি বাংলাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল স্টার জলসা।

চলতি সপ্তাহের রেটিং চার্টে নজর রাখলে দেখা যাচ্ছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২’ নন ফিকশন জঁ-র মধ্যে সবার আগে এগিয়ে রয়েছে। ৭.১ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২’। এই রিপোর্টের ভিত্তিতে জি বাংলার তুলনায় বলতে গেলে অনেকটাই এগিয়ে গিয়েছে স্টার জলসা।

অন্যান্য রিয়েলিটি-শোগুলির মধ্যে অবশ্য স্টার জলসাকে টেক্কা দিচ্ছে জি বাংলা। জি বাংলার ‘দাদাগিরি’ এবং ‘দিদি নাম্বার ওয়ান’ এগিয়ে রয়েছে। দাদাগিরি পেয়েছে ৫.০ পয়েন্ট এবং দিদি নাম্বার ওয়ান ৪.৩ পয়েন্ট পেয়েছে। ‘ইস্মার্ট জোড়ি’ ৩.৭ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২ : শুভারম্ভ’।

Zee Bangla Dadagiri Season 9 Will go Off Air Soon

এবার এক নজরে দেখে নিন বাংলা টেলিভিশনের নন ফিকশন রিয়েলিটি শোয়ের রেটিং চার্ট – প্রথম – ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২’ (৭.১), দ্বিতীয় – ‘দাদাগিরি সিজন ৯’ (৫.০), তৃতীয় – ‘দিদি নম্বর ১’ (রবিবারের পর্ব, ৪.৩), চতুর্থ – ‘ইস্মার্ট জোড়ি’ (৩.৭), পঞ্চম – ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২২: শুভারম্ভ’ (৩.১), ষষ্ঠ – ‘রান্নাঘর’ (১.১)