একেই বলে ভাগ্য! বউকে সারপ্রাইজ দিলেন ভুবন বাদ্যকর, পূরণ করলেন দীর্ঘদিনের স্বপ্ন

কাঁচা বাদাম (Kacha Badam) গানের সুবাদে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর আজ সেলিব্রিটি। সকলের প্রিয় বাদাম কাকু (Badam Kaku) তিনি। একসময় তাদের দিন আনা দিন খাওয়া সংসার চলেছে অনেক কষ্টে। তবে সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে বাদাম কাকু আজ হয়ে উঠেছেন সেলিব্রিটি গায়ক। এখন আর বাদামের ঝুলি কাঁধে নিয়ে বাদাম ফেরি করে বেড়াতে হয় না তাকে।

সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার সুবাদে একে একে তার সমস্ত স্বপ্নপূরণ হচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেন্সেশন তিনি। তিনি কখন, কিভাবে, কোথায় রয়েছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তা জানতে সাধারণের আগ্রহের অন্ত নেই। সদ্য মাটির ঘর ছেড়ে বিলাসবহুল পাকা দোতলা বাড়িতে উঠেছেন ভুবন বাদ্যকর। তার নতুন বাড়ি তৈরির খবরও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়েছে।

ইন্টেরিয়র ডিজাইনে সাজানো বিলাসবহুল পাকা বাড়ির শখ পূরণের পর বাদাম কাকুর নতুন শখ, পরিবার নিয়ে কলকাতা শহর ঘুরে দেখবেন! যেই ভাবা সেই কাজ, কলকাতা শহর ঘুরে দেখতে স্ত্রী এবং নাতনিকে নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। হলুদ ট্যাক্সিতে চড়ে শহর কলকাতা ঘুরে দেখলেন বাদাম কাকু এবং তার পরিবার। কখনও ময়দানে কখনও আবার ভিক্টোরিয়াতে হাওয়া খেয়ে মেজাজ হল ফুরফুরে। কলকাতার প্রাণ কুমোরটুলিতেও গিয়েছিলেন তারা।

সপরিবারে বাদাম কাকুর কলকাতা ভ্রমণের টুকরো ভিডিওটি স্টার জলসার তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে ভুবন বাদ্যকর তার স্ত্রী আদুরীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। শুটিং চলাকালীন সময় বের করে নিয়ে কলকাতা শহর ঘুরে দেখেন তারা।

সারা জীবন গ্রামে থেকে সাধারণ লাইফস্টাইলে অভ্যস্ত বাদাম কাকু এবং তার পরিবারের কাছে কলকাতা শহর ঘুরে দেখা ছিল স্বপ্নের মত। দিনে দিনে যেভাবে তার জনপ্রিয়তা বাড়ছে তাতে একদিন নিঃসন্দেহে তার সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হবে। বাংলার নামিদামি শিল্পীদের তুলনায় তার জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। ‘কাঁচা বাদাম’ ছাড়াও নিত্য নতুন গান শুনিয়ে ধারাবাহিকভাবে নিজের জনপ্রিয়তা বজায় রেখে চলেছেন ভুবন বাদ্যকর।

জীবনের ছোটখাটো শখগুলিও একে একে পূরণ হচ্ছে ভুবনের। এই যেমন তাঁর ইচ্ছে কলকাতা ঘুরে দেখবেন স্ত্রী ও ছোট নাতনিকে নিয়ে। আর ‘ইস্মার্ট জোড়ি’র দৌলতে সেটাও পূরণ হল তাঁর। ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুমারটুলি ঘুরলেন। রাস্তার ধারের চটকদার খাবারের স্বাদ নিলেন, চাপলেন হাতে টানা রিক্সাতে।