

চমকের উপর চমক দেখাচ্ছে গাঁটছড়া (Gantchhora)। স্টার জলসার (Star Jalsha) এই টপার ধারাবাহিক গত সপ্তাহে ছিটকে গিয়েছে প্রথম স্থান থেকে। তাই এবার আর কোনওরকমের ভুল করতে রাজি নন নির্মাতারা। চলে এলো ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে কুণাল এবং বনিকে নিয়ে এবার মহা চমক দেখতে চলেছেন দর্শকরা।
ভট্টাচার্য বাড়ির তিন মেয়ের সঙ্গে যে সিংহ রায় বাড়ির তিন ছেলের জুটি হবে সে কথা দর্শকরা আগে থেকেই টের পেয়েছিলেন। ঋদ্ধিমান এবং খড়ির বিয়ে দিয়ে দুই পরিবারের মধ্যে সম্পর্ক প্রথম গড়ে ওঠে। এরপর নানা টানা পোড়েনের মধ্য দিয়ে ঋদ্ধির ভাই রাহুলের সঙ্গে খড়ির দিদি দ্যুতির বিয়ে হয়ে যায়।
এবার পালা কুণাল এবং বনির। তবে তারা তাদের দাদা কিংবা দিদিদের মত নিতান্ত বাধ্য হয়ে বিয়ে করছে এমনটা নয়। অনেক আগে থেকেই তারা একে অপরকে পছন্দ করে। খড়ির টম বয় বোনের সঙ্গে ঋদ্ধির নিতান্তই সাদাসিধা ভাই কুণালের জুটিটাও দারুণ পছন্দ করেন দর্শকরা।
ধারাবাহিকে এখন যেমনটা দেখানো হচ্ছে, ভট্টাচার্য বাড়ি এবং সিংহ রায় বাড়ির হাজার ঝামেলার মধ্যেই কুণালের জন্য পাত্রী দেখার পর্ব চলছে। কুণালের মা ছেলের বিয়ে দিতে তৎপর। এদিকে কুণাল ভালোবাসে বনিকে। আর বনিও কুণালের জন্য দেখা পাত্রীকে তাড়িয়ে তবে ছাড়ছে।
স্টার জলসার শেয়ার করা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে কুণালের বিয়ের আগেই খড়ি কুণাল এবং বনিকে নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে দিয়েছে। ভট্টাচার্য বাড়ি এবং সিংহ রায় বাড়ির সকল সদস্যের অজান্তেই এই কাণ্ড ঘটেছে। বধুবেশে বনিকে দেখে চমকে উঠেছেন ভট্টাচার্য বাড়ির বড়রা। ঋদ্ধির কাছে যখন খবর পৌঁছায় সেও চমকে ওঠে।
খড়ি সবাইকে বুঝিয়ে বলে কুণাল এবং বনিকে প্রাণে বাঁচানোর জন্য সে তাদের এইভাবে বিয়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে দ্যুতি ছুটে এসে খড়িকে বলে, ‘সাবাস খড়ি, তোর জবাব নেই। আমরা তিন বোনই এখন বড়লোক সিংহ রায় বাড়ির বউ!’ যদিও এইভাবে বিয়ে দেওয়া নিয়ে দর্শকদের একাংশ বলছেন গাঁজাখুরি গল্প ঢোকানো হচ্ছে গাঁটছড়াতে।