দুর্গাপুজোর ফিতে কাটলেই লাখপতি, সত্যিটা জানালেন সৌমিতৃষা

আর মাত্র একটা মাসের অপেক্ষা, গোটা রাজ্যজুড়ে এখন দূর্গাপূজার প্রস্তুতি চলছে। বিশেষত কলকাতা শহরে দুর্গাপূজা (Durgapuja) উৎসব উপলক্ষে শুরু হয়ে গিয়েছে মহা আয়োজন। দেবী প্রতিমা, পূজোর প্যান্ডেলসজ্জা থেকে শুরু করে পূজোর আয়োজনের জন্য এখন জোর কদমে প্রস্তুতি চলছে। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে তারকাদের অ্যাডভান্স বুকিংয়ের তোড়জোড়।

টলিউড তারকাদের পাশাপাশি টেলিভিশন তারকাদের দিয়ে এই বছর পূজো উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে কলকাতা শহরের বড় বড় পুজো কমিটিগুলো। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। বাংলা টেলিভিশন তারকাদের রেট নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে জি বাংলার বেঙ্গল টপার নায়িকা ‘মিঠাই’ (Mithai) ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নাকি পুজোর উদ্বোধনের জন্য ৮৫ হাজার টাকা নিয়ে থাকেন!

এই তালিকায় আরও অন্যান্য তারকাদের নামসহ টাকার রেট তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে ছোট পর্দার একাধিক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর পারিশ্রমিকের উল্লেখ ছিল। সেই নিয়ে শুরু হয় নানা বিতর্ক। অনেকেই টাকার অংকটা জেনে অবাক হয়েছিলেন। আবার অনেকেই তারকাদের নিন্দায় সরব হয়েছিলেন। এদিকে আনন্দবাজার পত্রিকাতে যে টাকার হিসেবের অংকটা তুলে ধরা হয়েছে সেই নিয়ে আপত্তি জানালেন সৌমিতৃষা।

প্রতিবেদনে উল্লিখিত টাকার অংশের হিসেবের সঙ্গে বাস্তবের কতখানি মিল রয়েছে তা জানার জন্য সৌমিতৃষাকে প্রশ্ন করতে শুরু করেছিলেন দর্শকরা। যার উত্তরে অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সরাসরি জবাব দিয়েছেন। অভিনেত্রীর কথায় এই প্রতিবেদনে উল্লেখিত যে তথ্য রয়েছে তা সম্পূর্ণ ভুল। তিনি জানিয়েছেন তিনি কখনও তার পারিশ্রমিকের ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি।

প্রতিবেদনের একটি স্ক্রিনশট তুলে ধরে নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে সৌমিতৃষা লিখেছেন, “এটা ভুল তথ্য। নিজের ব্যক্তিগত তথ্য আমি কখনও ওদের সঙ্গে শেয়ার করিনি।” একই রকম ভাবে অভিনেতা গৌরব রায় চৌধুরীও প্রতিবেদনে উল্লিখিত টাকার অংকের হিসেব অস্বীকার করেছেন। এমনকি তিনি এও জানিয়েছেন যে বিগত ১০ বছর তিনি পুজোর কোনও অনুষ্ঠানেই যোগদান করেননি।

আসলে কলকাতা শহরের বড় বড় পুজো কমিটিগুলোর মধ্যে পুজোর আয়োজন নিয়ে অলিখিত প্রতিযোগিতা চলে। অন্যদিকে টেলিভিশন কিংবা টলিউড তারকাদের দিয়ে পুজোর উদ্বোধন করালে সেখানে ভিড় বেশি হয়। যে তারকার জনপ্রিয়তা যত বেশি, সেই তারকা পুজো মণ্ডপে উপস্থিত হলে ভিড় তত বেশি হয়। তাই জনপ্রিয়তার বিচারেই তারকাদের পুজোর উদ্বোধনের রেট ঠিক হয়। যদিও সৌমিতৃষা, গৌরবের মতে এই তথ্য সম্পূর্ণ ভুল ছিল।