সিরিয়াল মানেই ৩টে বিয়ে!রাগে সিরিয়াল ছেড়ে নতুন পেশা বেছে নিলেন সোনালী চৌধুরী

তিনটে বিয়ে ছাড়া গল্প নেই! ক্ষোভে অভিনয় ছেড়ে নতুন পেশায় যোগ দিলেন সোনালী চৌধুরী

বাংলা সিরিয়াল মানেই পরকীয়া! বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) মানেই একজনের তিন-চারটে করে বিয়ে। এসব দেখতেই যেন অভ্যস্ত হয়ে উঠেছেন দর্শকরা। তবে দর্শকদের মধ্যে অনেকেই এসব দেখতে চান না। সোশ্যাল মিডিয়াতে ওঠে তীব্র প্রতিবাদের ঝড়। কিন্তু এসব না দেখালেও তো আবার টিআরপি ওঠে না। সমাজের একটা বড় অংশ এখনো সিরিয়ালে এসবই দেখতে চান। তাই শেষমেষ সিরিয়াল ছেড়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেত্রী সোনালি চৌধুরী (Sonali Chowdhury)।

সোনালী চৌধুরী, বাংলা সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী তিনি। তাকে শেষবার জি বাংলা (Zee Bangla) -তে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ (Bodhisattwor Bodhbuddhi) সিরিয়ালে দেখেছিলেন দর্শকরা। কিন্তু সেই সিরিয়ালটি খুব বেশিদিন চলেনি। টিআরপির অভাবে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় সিরিয়ালটি। তারপর আর সোনালীকে ক্যামেরার সামনে দেখা যায়নি। এখন শোনা যাচ্ছে তিনি অভিনয় ছেড়ে এক নতুন পেশা নিয়েছেন।

Sonali Chowdhury

আসলে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারা অভিনয় ছাড়াও অন্যান্য আরো অনেক পেশা নিচ্ছেন। কারো রেস্টুরেন্ট রয়েছে, কারো শাড়ি গয়নার ব্যবসা রয়েছে। কেউ খুলেছেন জিম। তবে সোনালী কিন্তু বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন এমন নয়। বরং তাকে ক্যামেরার সামনে দেখা যাবে, তবে অন্য রূপে। এবার তিনি সঞ্চালিকা হয়ে ফিরছেন।

খুব শীঘ্রই সান বাংলাতে আসছে নতুন গানের নন ফিকশন শো ‘বাংলা মেলোডি’। সেখানেই নাকি সঞ্চালিকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। সান বাংলার এই বিশেষ প্রতিযোগিতায় গান গাইবেন প্রতিযোগীরা। রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, অতুলপ্রসাদের গান থেকে শুরু করে শ্যামা সংগীত, আধুনিক, লোক সংগীত সব ধরনের গানই শোনা যাবে।

Sonali Chowdhury

কিছুদিন আগে সোনালী মাতৃহারা হয়েছেন। তারপর থেকে তিনি কিছুদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে আবার নতুনভাবে কাজে ফেরার কথা ভেবেছেন তিনি। সোনালী সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, “এটা মূলত গান তৈরির গল্প। প্রত্যেকটা গান তৈরির পেছনে কোনও গল্প থাকে। শিল্পীদের গান যাপনের গল্প থাকবে। সঞ্চালনা করতে আমার বরাবরই ভালো লাগে। এর আগে অনেক অনুষ্ঠানের সঞ্চালনা আমি করেছি। তবে গান নিয়ে এই প্রথম।”

Sonali Chowdhury

আরও পড়ুন : ফোন ধরতেই খোয়া গেল লক্ষাধিক টাকা! সাইবার ডাকাতিতে সর্বস্ব হারালেন শ্রীলেখা মিত্র

তার আগের সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘শাশুড়ি-বৌমা ঝগড়া, কুটকাচালি, এই ধরনের কনটেন্ট বদলানো উচিত কিনা তা নির্মাতারা বুঝবেন। কিন্তু অন্য স্বাদের ধারাবাহিকের কথা যদি বলি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি তো অন্যস্বাদের ধারাবাহিক ছিল, সেখানে কোনও কূটকচালি ছিল না, কোনও তিনটে বউয়ের গল্প ছিল না কিন্তু টিআরপি (Target rating point) কমের কারণেই বন্ধ হয়ে গেল। টিআরপি দেখলে বোঝা যায় দর্শক ঐ সব কূটকচালি দেখতেই ভালোবাসে। যদি সেটা না হত, তাহলে আজও বোধিসত্ত্ব চলত।’’

আরও পড়ুন : কবে হবে সূর্য-দীপার মিল? ’অনুরাগের ছোঁয়া’র নতুন পর্ব নিয়ে বড় আপডেট দিলেন দিব্যজ্যোতি