Playback singers who disappeared from Bollywood : সঙ্গীত (Music) যেকোনো সিনেমার প্রাণ। অন্যান্য ইন্ডাস্ট্রিতে গানকে তেমন গুরুত্ব না দিলেও বলিউড (Bollywood) -এ সব সিনেমাতে গান থাকতেই হবে। তাই বলিউডের অনেক গায়ক আছেন যাঁদের গানের জন্যই দর্শকরা সেই সিনেমার নাম মনে রাখেন এবং সিনেমাটি অনেক আয় করে। আজ আমরা এমনই কিছু গায়কদের সম্পর্কে বলতে চলেছি যারা বলিউডে (Bollywood) একসময় অনেক দুর্দান্ত গান উপহার দিলেও আজ তারা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন।
কুনাল গাঞ্জাওয়ালা (Kunal Ganjawala) : কুনাল গাঞ্জাওয়ালা মানেই ‘ভিগে ঠোঁট তেরে প্যাসা দিল মেরা’, ‘চান্নাভে ঘর আ জা ভে’ এই গানগুলির কথা মনে পড়ে। ইমরান হাশমির ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্ডার’ নামক সিনেমায় কুনাল গাঞ্জাওয়ালার ‘ভিগে হোঁট’ গানটি তাঁকে রাতারাতি সকলের কাছে জনপ্রিয় করে তুলেছিল। তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার‘কোই মিল গয়া’, ‘ধুম’ সিনেমার ‘সালামে’, ‘সিংঘম’ সিনেমার ‘মৌলা-মৌলা’ প্রভৃতির মতো গানগুলি গেয়েছেন এবং ‘জিরো’ সিনেমাতে ‘আন-বান’ গানটি ছিল তাঁর গাওয়া শেষ গান।
জুবিন গর্গ (Zubin Garg) : ইমরান হাশমি অভিনীত ‘গ্যাংস্টার’ নামক সিনেমার ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে রাতারাতি তারকা গায়ক হয়ে ওঠেন জুবিন গার্গ। তিনি হিন্দি ছাড়াও অসমীয়া, বাংলা, তামিল, তেলুগু এবং মালায়ালাম চলচ্চিত্রের গান গেয়েছেন। অনেকদিন ধরে বড় কোনো হিন্দি সিনেমায় তাঁর গান শোনা যায়নি।
বিনোদ রাঠোর (Vinod Rathod) : ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেদাগ’ সিনেমা ‘মেরে দিল মে হ্যায় আন্ধেরা’ গানের মাধ্যমে বিনোদ রাঠোর তাঁর বলিউড জগতে সঙ্গীতের যাত্রা শুরু। ‘দিওয়ানা’ সিনেমার ‘অ্যাসি দিওয়াঙ্গি’, ‘খলনায়ক’ সিনেমার ‘নায়ক নাহি খলনায়ক হুঁ মে’ প্রভৃতি গানগুলি তাঁর গাওয়া। তিনি হিন্দি ছাড়াও ইংরেজি, গুজরাটি, মারাঠি, বাংলা, ফার্সি এবং অন্যান্য অনেক ভাষায় ৩৫০০টিরও বেশি গান গেলেও তিনি এখন বলিউড থেকে দূরে এবং ২০১৩ সালের ‘জামানত’ সিনেমার ‘কেয়া মহব্বত হ্যায়’ গানটি তাঁর গাওয়া শেষ গান ছিল।
সাধনা সরগম (Sadhna Sargam) : ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রুস্তম’ সিনেমায় ‘দূর না রেহনা’ গানে প্রথম একক কণ্ঠে গেয়েছিলেন নয়ের দশকের বিখ্যাত গায়িকা সাধনা সরগম। সাধনা, হিন্দি ছাড়াও বাংলা, নেপালি, তেলুগু এবং তামিল সহ ২৭টি ভাষায় গান গেয়েছেন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ নামক সিনেমাতে একটি গান গেয়েছেন তিনি এবং এটি তাঁর শেষ গান।
আরও পড়ুন : অরিজিৎ সিং হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন কেন, জানলে চোখে জল আসবে আপনার
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী র্যাপ সিঙ্গার, যার সম্পত্তির পরিমাণ জানলে বাদশা-রফতারও লজ্জা পাবে
শিবানী কাশ্যপ (Shibani Kashyap) : ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যায়সা ভি হোতা হ্যায়-পার্ট ২’ সিনেমার ‘সাজনা আ ভি জা’ গানটি লিখেছিলেন এবং গেয়েছিলেন শিবানী কাশ্যপ। ২০১৪ সালের ‘আইডেন্টিটি কার্ড’ সিনেমার ‘সনটা’ গানটি বলিউডে তাঁর শেষ গান ছিল। বিভিন্ন কনসার্ট এবং সঙ্গীতের অনুষ্ঠানে তিনি এখন গান করেন।