অরিজিৎ সিং হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন কেন, জানলে চোখে জল আসবে আপনার

Here’s why Arijit Singh has started wearing Turban : অরিজিৎ সিংকে পাগড়ি ছাড়া দেখা যায় না কেন? এর পেছনে রয়েছে এক বড় কারণ

সঙ্গীত জগতের (Music World) অন্যতম নক্ষত্র হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যিনি তার সুরেলা কণ্ঠ দিয়ে প্রত্যেক বাঙালি তথা দেশবাসীর মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। বলা বাহুল্য আট থেকে আশি সবাই অরিজিৎ সিং এর গানের ভক্ত। তার গান শুনতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আপনি কী লক্ষ্য করেছেন গানের কেরিয়ারে প্রথম দিকে পাগড়ি না পড়লেও এখন তাকে সবসময় পাগড়ি মাথায় দেখতে পাওয়া যায়। আর আজ জেনে নেব অরিজিতের পাগড়ি পড়ার কারণ।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ নামক রিয়্যালিটি শো দিয়ে যাত্রা শুরু করেছিলেন গায়ক অরিজিৎ সিং। এই শো তিনি না জিতলেও এখন নিজের যোগ্যতায় কোটি কোটি ভারতীয়র মনে তিনি রাজ করেন। এমনকি ইতিমধ্যেই তিনি শয়ে শয়ে হিট গান দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু, গুরুকূল ফেমে গান করা অরিজিৎ সিং এবং আজ মঞ্চে উঠে পারফর্ম করা অরিজিৎ সিংয়ের মধ্যে একটি বড় তফাৎ সহজেই চোখে আসে। তা হল পাগড়ি।

Arijit Singh Breaks Muhammad Rafi`s Record To Win Filmfare Awards By Winning His 7th Filmfare For The Song Kesariya

শুধুই কি স্টাইলের কারণেই অরিজিৎ এই পাগড়ি পরেন নাকি অন্য এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ। অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ২০২১ সালের ৬ জুন থেকে অরিজিৎকে প্রথমবার পাগড়ি পরতে দেখা যায়। সেই সময় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিষ। দিকে দিকে স্বজনহারার শোক। এমনকি তিনি নিজেও ১৯ মে নিজের মাকে হারিয়েছিলেন।

করোনা থাবা বসিয়েছিল অরিজিৎ সিংয়ের মায়ের দেহে। চিকিৎসকদের সাহায্যে এই সংক্রামক ভাইরাসের হাত থেকে মাকে রক্ষা করতে পেরেছিলেন গায়ক। কিন্তু, এরপর তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন। আর তাতেই মৃত্যু হয় তার। আর অরিজিৎও সেই সময় মুম্বই ছেড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, জন্মভিটেয় ফিরে আসেন। তখন থেকেই নাকি তিনি পাগড়ি পরাও শুরু করেন। এরপরেই অরিজিৎকে সব কনসার্টেই এই পাগড়ি পরে থাকতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, অরিজিৎ সিং-এর মা বাঙালি ও বাবা শিখ। তাই অরিজিৎ তার পরিবারের পুরনো রীতি ফেরাতেই পাগড়ি পরার চল ফিরিয়ে আনেন। শুধু তাই নয়, ওই বছর থেকেই তিনি পাকাপাকি ভাবে জিয়াগঞ্জেই স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাস করতে শুরু করেন। মুম্বইয়েও তার বাড়ি আছে। কিন্তু তিনি দরকার ছাড়া সেখানে খুব একটা যান না।

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী ছিল কে? কেন ভেঙেছিল তার প্রথম সংসার?

আরও পড়ুন : কতদূর পড়াশোনা করেছেন অরিজিত সিং? চমকে দেবে তার শিক্ষাগত যোগ্যতা

প্রসঙ্গত উল্লেখ্য, অরিজিৎ-র আজকের এই রমরমা কিন্তু এত সহজে হয়নি। অনেকেই হয়ত জানেননা যে, পরিচালক সঞ্জয়লীলা বনশালীর হাত ধরে বলিউডে অভিষেক ঘটে অরিজিৎ-এর। কিন্তু, সেই গান মুক্তি পায়নি। তবে ‘মেরি আশিকি তুম হি’ এবং মার্ডার সিনেমার ‘মহব্বতে’ গান দুটি এনে দেয় কাঙ্খিত সাফল্য। তারপর থেকে সাফল্যর সিঁড়ি কেবল উপর দিকেই উঠে গেছে।

আরও পড়ুন : ‘তুম হি হো’ গানে প্রোপোজ, তারাপীঠে বিয়ে, সিনেমার গল্পকেও হার মানাবে অরিজিতের প্রেমকাহিনী