বউমা কখনও মেয়ে হতে পারে না, বিয়ের পরই করিনাকে বুঝিয়ে দেন শাশুড়ি শর্মিলা

বউমা কখনও মেয়ে হতে পারে না, বিয়ের পরপরই কেন করিনাকে এই কথা বলেছিলেন শর্মিলা?

Riya Chatterjee

Published on:

Sharmila Tagore And Kareena Kapoor`s Relation : কাপুর পরিবার এবং পতৌদি পরিবার, এই দুই সেলিব্রেটি পরিবারের মধ্যে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। সেইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) -র বৈবাহিক সম্পর্ক দুটি পরিবারকে এক করে দিয়েছে। বৌমা হিসেবে সেইফের প্রথম স্ত্রীর সঙ্গে নাকি শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) -এর সম্পর্ক ছিল আদায় কাঁচকলায়। কিন্তু করিনাকে তিনি মাথায় তুলে রাখেন। ইন্ডাস্ট্রির আইকনিক শাশুড়ি-বৌমার জুটি তারা।

শর্মিলা ঠাকুর এবং করিনা কাপুরের সম্পর্কটা এতটাই মধুর যে তাদের দেখলে চোখ জুড়িয়ে যায়। বউমা করিনার সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রেখেই চলেন শর্মিলা। তবে তিনি কখনও তাকে মেয়ের মত আপন করে নিতে পারেননি। কারণ শর্মিলার মতে বউমারা কখনও মেয়ে হয়ে উঠতে পারে না। মেয়ে এবং বউমার মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা তিনি স্পষ্ট করে উল্লেখ করেন।

SHARMILA TAGORE AND KAREENA KAPOOR

করিনা কাপুরের টক শো ‘হোয়াট ওমেন ওয়ান্ট’ (What Women Want) -তে একবার হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। শাশুড়ি মাকে এই মঞ্চে পেয়ে তাকে বেশ চেপে ধরেন করিনা কাপুর। তিনি তাকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন মেয়ে এবং বৌমার মধ্যে কী পার্থক্য রয়েছে? যার উত্তরে শর্মিলা কার্যত চমকে দেন সকলকে। জানেন কী বলেছিলেন শর্মিলা?

সমাজে অনেকেই বলেন বউমারা হলেন মেয়ের মত। আর শাশুড়ি মায়েরা মায়ের মত। কিন্তু বৌমা কিংবা শাশুড়ি কেউই মেয়ে বা মা নন। এমন অনেক পরিবারে দেখা যায় যে বৌমাদের মায়ের মতই স্নেহ এবং ভালোবাসা দিয়ে যত্ন করে রাখেন শাশুড়ি মায়েরা। মা এবং শাশুড়ি মায়ের ব্যবধান সেখানে ঘুঁচে যায়। কিন্তু শর্মিলা সেটা মনে করেন না। তার কাছে মেয়ে ও বউমার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

SHARMILA TAGORE AND KAREENA KAPOOR

শর্মিলা ঠাকুর নিজেও দুই মেয়ের মা। তাই তিনি মনে করেন মেয়েদের চোখের সামনেই বড় হতে দেখেন মায়েরা। তাই তাদের মেজাজটাও তিনি বুঝতে পারেন। মেয়ের কীসে রাগ হবে তা মায়েরা বুঝতে পারেন। তাই সেই বিষয়গুলো সামলে চলা যায়। কিন্তু বৌমাদের মেজাজ বুঝে ওঠা বেশ কঠিন বলে মনে করেন শর্মিলা ঠাকুর। কারণ তারা তো পরিণত বয়সে বিয়ে করে বাড়িতে আসে।

SHARMILA TAGORE AND KAREENA KAPOOR

আরো পড়ুন : নামেই নবাব! ৫০০০ কোটির সম্পত্তির কানাকড়িও পাবে না সইফের ছেলেমেয়েরা, কেন জানেন?

শর্মিলার কথায়, “এই কারণে একজন মেয়ে যখন বাড়িতে বউ হয়ে আসে, তখন আপনার উচিত তাকে ভালভাবে স্বাগত জানানো। তাকে সহজ হতে দেওয়া, তাকে যত্ন করা”। প্রত্যেক শাশুড়ি মাকে এই পরামর্শই দিয়েছেন বেগম পতৌদি। তার এই কথাগুলি শুনে একমত হয়েছেন নেটিজেনদের একাংশ। সকলেই তাকে সাধুবাদ দিচ্ছেন তার এই আধুনিক মনস্কতার কারণে।

আরো পড়ুন : ৮০০ কোটির প্রাসাদে থাকেন রাজার হালে, মোট কত সম্পত্তির মালিক সাইফ জানেন?