মিঠাই-সিদ্ধার্থ, ঋষি-পিহু অতীত, দর্শকদের বিচারে এখন সেরা জুটি শৈলমা আর ধুর্জটি বাবা

গৌরীকে শায়েস্তা করতে বিয়ে করে নিলেন শৈল মা আর ধুর্জটি বাবা, ‘বেস্ট জুটি’ বলছেন দর্শকরা

Shailo Ma And Dhurjati Baba Are The Best Couple Of Bengali Telivision

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন দর্শকদের পছন্দের জুটি রয়েছে অনেকগুলো। মিঠাই-সিদ্ধার্থ, ঋষিরাজ-পিহু, ঋদ্ধি-খড়ি, ঈশান-গৌরী, এই তালিকা শেষ হওয়ার নয়। তবে সবাইকে পেছনে ফেলে দিয়ে এখন কিন্তু নেটিজেনদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে শৈল মা এবং ধুর্যটিবাবার জুটি। জি বাংলার (Zee Bangla) গৌরী এলো (Gouri Elo) ধারাবাহিকের এই দুটি খল চরিত্রই এখন দর্শকদের বিচারে সেরা। কেন জানেন?

গৌরী এল ধারাবাহিকটি প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে বেশ ভালই জনপ্রিয়তা পেয়েছে। আধ্যাত্মিকতার সঙ্গে ফ্যামিলি ড্রামার মিশেলে এখন এই ধারাবাহিক বেশ ভালই টিআরপি এনে দিচ্ছে জি বাংলাকে। এখন গৌরীর বিপরীতে ষড়যন্ত্র করার জন্য ধারাবাহিকে রয়েছে দুটি খলচরিত্র, শৈল মা এবং ধুর্জটি বাবা।

এরা দুজন প্রতি পদে পদে গৌরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এতদিন কেবল শৈল মাই একচেটিয়াভাবে কালীমায়ের ভক্তি নিয়ে ভড়ং করে যাচ্ছিলেন। এখন আবার তার সঙ্গী হয়ে এসেছেন ধুর্জটি বাবা! তিনি সম্পর্কে শৈল মায়ের গুরুদেব। তবে তাদের কাণ্ডকারখানা দেখে নেটিজেনরা বলছেন এই জুটি ঋদ্ধি-খড়ি, ঋষিরাজ-পিহু আর ‌ মিঠাই-সিদ্ধার্থের থেকেও বেস্ট!

যদিও নেটিজেনরা এই মন্তব্য করছেন নিতান্তই মশকরার ছলে। এদিকে আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে শৈল মা এবং ধুর্জটি বাবার বিয়ের ছবি! এডিট করে তাদের মাথায় বিয়ের মুকুট, গলায় বরমালা আর শৈল মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে তাদের কাল্পনিক বিয়ে দিয়ে আরও বেশি ঠাট্টা-তামাশা করছেন সকলে।

এখানেই শেষ নয়, এই নেটিজেনরা আবার তাদের জুটির একটা নামও দিয়ে ফেলেছেন। দুজনের নামের আদ্যক্ষর মিলিয়ে তাদের দুটির নাম হয়েছে ‘শৈটি’ জুটি! বাকিদের তুলনায় এই জুটিই বেস্ট, মজা করে কমেন্টে লিখছেন নেটিজেনরা। পর্দাতে তাদের চরিত্রের যতই ভয়ংকরভাব ফুটে উঠুক না কেন, বাস্তবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে জোরদার হাসি-তামাশা শুরু হয়েছে।

আপাতত ধারাবাহিকে গৌরী-ইশানকে আলাদা করতে উঠে পড়ে লেগেছে শৈল মা এবং ধুর্জটি বাবা। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে গৌরীকে সম্মোহন করতে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে সন্দেহ দেখা দেয় ধূর্যটি বাবার মনে। তাই তার জন্মকুন্ডলী চাওয়া হয়। তখনই জানা যায় গৌরীর জন্ম পরিচয় নেই। তাকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছিলেন তার পালক বাবা-মা। কোনও জন্ম পরিচয়হীন মেয়ে বাড়ির বউ হতে পারবে না, এই বলে গৌরীকে বাড়ি থেকে বের করে দেয় শৈল মা। এবার কী হবে গৌরীর? কী তার জন্ম পরিচয়? জানা যাবে আগামী পর্বে।