বয়কটের হাত থেকে বলিউডকে বাঁচাতে মাঠে নামলেন রোহিত শেট্টি, আসছে গোলমাল ৫

সাম্প্রতিক অতীতে বলিউডে (Bollywood) একের পর এক ছবি যেভাবে ফ্লপ হচ্ছে তাতে প্রযোজক থেকে শুরু করে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা সকলেই বেজায় উদ্বিগ্ন। ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হচ্ছে ‘বয়কট’। ছবি না দেখেই মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। দর্শকদের কীভাবে আবার হলমুখো করানো যায়, সেটাই এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলিউডের।

তাই এবার বলিউডকে বাঁচাতে কোমর বেঁধে নামছেন পরিচালকরা। এগিয়ে এলেন রোহিত শেট্টিও‌ (Rohit Shetty)। বলিউডের অন্যতম নামকরা পরিচালক তিনি। কমেডি এবং অ্যাকশন ঘরানার ছবি পরিচালনায় তার জুড়ি মেলা ভার। এর আগে তার হাত থেকে ‘গোলমাল’, ‘সিংঘম’, ‘সূর্যবংশম’ এর মত সুপারহিট ছবি এসেছে। এবার তিনি ‘গোলমাল ৫’ রিলিজ করার কথা ভাবছেন।

Rohit Shetty

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন পরিচালক। গোলমাল ফ্রাঞ্চাইঞ্জি সম্পর্কে তিনি বলেছেন, “দুই বছরের মহামারী সবকিছুকে পাল্টে দিয়েছে। আমি গোলমাল শুরু করতে পারিনি কারণ আমাদের সবার জন্য একটি বড় ব্যাকলগ ছিল। ঈশ্বরের কৃপায় এখন সবকিছু ঠিক আছে এবং আমরা শীঘ্রই গোলমালেও কাজ শুরু করব।”

এর আগেও ‘গোলমাল ৫’ তৈরীর কথা শোনা গিয়েছিল তার মুখে। তিনি বলেছিলেন ‘সিংঘম’ ছবির ঠিক পরে কিংবা তার এক বছর বাদে তৈরি হতে পারে এই বহু প্রতীক্ষিত ছবি। রোহিত শেট্টির শেষ ছবি ছিল ‘সূর্যবংশম’। এরপরেই কি তাহলে দর্শকদের দীর্ঘদিনের দাবি পূরণ করবেন পরিচালক? আশা জাগাচ্ছে তার সাক্ষাৎকার।

পরিচালক এর আগে বলেছিলেন অভিনেতাদের জন্য তিনি যতটা না টাকা খরচ করেন তার থেকেও বেশি খরচ করেন সিনেমা তৈরীর ক্ষেত্রে। এই বিষয়ে তার ছবির অভিনেতারা সকলেই জানেন এবং সেই বিষয়ে তাকে সমর্থনও করেছেন। রোহিত শেট্টি বলেন অর্থ গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ছবির মান। ছবির পানের সঙ্গে তিনি আপোষ করেন না।

একটা ভাল ছবি প্রত্যেকটা মানুষকে উপকৃত করে। এই ছবি থেকে দর্শকরা যেমন বিনোদন পাবেন, তেমন ছবিটি বক্স অফিসে ভাল ফল করলে সকলেই ভাল বেশি উপার্জন করতে পারবেন। তাই তিনি কখনও অভিনেতা বা অভিনেত্রীদের সঙ্গে দাম নিয়ে দর কষাকষি করেন না। রোহিত শেট্টি এখন ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়সহ একাধিক তারকা থাকবেন।