অরিজিনালের থেকেও বেশি ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানের রানু মন্ডল ভার্শন! তোলপাড় নেটদুনিয়া

২ বাংলা কাঁপিয়ে দিয়েছেন বীরভূমের ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) নিয়ে তিনি এমন এক গান বেঁধেছেন যা কার্যত তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। ‘মানিকে মাগে হিতে’র পর ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে রীতিমতো শোরগোল ফেলে দেওয়া ‘কাঁচা বাদাম’ গানটি এবার নিজস্ব আঙ্গিকে গেয়ে শোনালেন রানু মন্ডল (Ranu Mondal)।

রানাঘাটের রানু মন্ডলও বীরভূমের সেই ‘বাদাম কাকু’র মতোই ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়া মারফত। এবার তিনি নিজের মতো করে গাইলেন ‘কাঁচা বাদাম’। রানু মন্ডল এর গান গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে তা যে ভাইরাল হবেই তা আলাদা করে বলে দিতে হয় না। ইদানিং ফেসবুক হোক বা ইউটিউব, ইন্সট্রাগ্রাম, সবেতেই কাঁচাবাজারের চর্চা চলছে। গানটির ডিজে ভার্সনও বেরিয়েছে। নেটিজেনরা সেসব পছন্দও করেছেন।

চারদিকে যখন ‘কাঁচা বাদাম’ নিয়ে মিম, মজাদার ভিডিওর চাষ চলছে, রানাঘাটের রানু মন্ডল তখন সেই বাদাম গান গেয়ে ফের ভাইরাল হলেন। নেটিজেনরা ফের একবার তার প্রশংসায় পঞ্চমুখ। উল্লেখ্য এর আগে শ্রীলঙ্কান গায়িকার বিখ্যাত গান ‘মানিকে মাগে হিথে’ও গেয়েছিলেন রানু মন্ডল। এবার তার গলায় ‘কাঁচা বাদাম’ গানটিও শুনে নিলেন নেটিজেনরা। বলতে গেলে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ার মাতিয়ে দিয়েছেন রানু মন্ডল। এই প্রতিবেদন থেকে একবার শুনেই নিন গানটি।

তবে যার গান ঘিরে চারিদিকে এতো হইচই পড়ে গিয়েছে, তিনি নাকি তার প্রাপ্য মূল্য পাচ্ছেন না। এদিকে তার গান চুরি করে সোশ্যালমিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন অনেকে। তার অভিযোগ, “প্রচুর মানুষ ইউটিউবে এই গান গেয়ে প্রচুর টাকা রোজগার করছেন। কিন্তু আমি কিছুই জানতে পারছি না।” অভিযোগ নিয়ে তিনি সটান হাজির হন পুলিশ থানায়। তিনি যাতে তার প্রাপ্য পান সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তিনি মামলা দায়ের করেছেন।

গানটি ভাইরাল হওয়ার পর বহু মানুষ তার বাড়িতে এসে ভিড় জমিয়েছেন। তার গান রেকর্ড করে নিয়ে যাচ্ছেন। তারপর সেখানে সোশ্যাল সাইটে আপলোড করে টাকা উপার্জন করছেন। এদিকে সেসবের নাকি কপিরাইট দেখাচ্ছে তার নামেই। অথচ তিনি এসব বিষয়ের কিছুই জানেন না। পুলিশের কাছে তার আবেদন, এই বিষয়ের একটা বিহিত করে তাকে তার প্রাপ্যটুকু দেওয়া হোক।