দেখে শিখুক বলিউড! ‘আদিপুরুষ’-এর পাপমোচনে টিভিতে আসছে ‘রামায়ণ’, রইলো সম্প্রচারের দিনক্ষণ

টিভিতে আবার শুরু হচ্ছে রামায়ণ, কবে কোথায় দেখবেন? রইল সম্প্রচারের দিনক্ষণ

Ramanand Sagar’s Ramayan Repeat Telecast On TV : আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা দেশে। সংলাপ যতই পাল্টে দেওয়া হোক না কেন, সমালোচনা কিছুতেই থামছে না। রামায়ণ (Ramayan) নিয়েও যে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেনি ভারতবাসী। আর এই বিতর্কের মধ্যেই রামের ‘ভাবমূর্তি’ ফেরাতে টেলিভিশনে ফিরে আসছে রামানন্দ সাগর (Ramanand Sagar) -র রামায়ণ।

১৬ জুন মুক্তি পেয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত আদিপুরুষ। ছবিতে রামায়ণের গরিমা খাটো করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। সংলাপ থেকে VFX, সবকিছু নিয়েই আপত্তি ওঠার পরেই ব্যাকফুটে চলে যায় এই ছবি।

ADIPURUSH

প্রথম উইকেন্ডে ৩৮০ কোটি ব্যবসা করার পর বক্স অফিসে মুখ থুবড়ে পরে এই ছবি। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টেও ভর্ৎসনার মুখে পরেছিলেন ছবির নির্মাতারা। এই পরিস্থিতিতে রামানন্দ সাগরের রামায়ণকে টিভির পর্দায় ফিরিয়ে আনছে শিমারু (Shemaroo TV)

শিমারু টিভিতে ৩ জুলাই থেকে ফের দেখানো হবে রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’। এতে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল (Arun Govil)। সীতার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সুনীল লাহিড়ি।

RAMAYAN

আশির দশক থেকে এখনও পর্যন্ত রামানন্দ সাগরের রামায়ণ মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।শিমারু টিভির তরফে রামায়ণের টিজার পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকল প্রিয় দর্শকের জন্য আমরা নিয়ে আসছি বিশ্বখ্যাত পৌরাণিক ধারাবাহিক ‘রামায়ণ’। ৩ জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় শিমারু টিভিতে দেখতে পাবেন রামায়ণ।’

Ramanand Sagar's Ramayan

আরও পড়ুন : পুরাণ অনুসারে ‘আদিপুরুষ’ কারা? কেন তাদের আদি পুরুষ বলা হয় জানেন?

উল্লেখ্য, করোনা অতিমারির জেরে চলা লকডাউনেও রামায়ণ সম্প্রচারিত হয়েছিল। দেশবাসীকে ঘরবন্দি রাখার জন্য ওই সিরিয়াল সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ওই সিদ্ধান্ত কিন্তু সফল হয়েছিল।

আরও পড়ুন : ‘রামায়ণ’ নিয়ে সিনেমা বানাবে টলিউড, কে কোন চরিত্রে আছেন? দেখুন সম্পূর্ণ কাস্টিং