টলিউডে ‘রামায়ণ’ নিয়ে সিনেমা বানালে কে কোন চরিত্রে অভিনয় করবে দেখুন

Tollywood Ramayan : ‘আদিপুরুষ’ (Adipurush) সিনেমার মুক্তির পর দেখতে দেখতে ১২ দিন পেরিয়ে গেল। তবে এই সিনেমা নিয়ে তরজার শেষ নেই এখনও। রামায়ণ (Ramayan) -কে বিকৃত করে দেখানোর জন্য ‘আদিপুরুষ’কে নিয়ে যেমন তুলোধনা হচ্ছে, তেমনই ভুল কাস্টিং, চরিত্রদের মুখে ‘ছাপরি’ ডায়লগ, হাস্যকর ভিএফএক্সের কারণে ‘আদিপুরুষ’ মিমে পরিণত হয়েছে।

তবে কেমন হবে যদি বলিউডের দেখাদেখি টলিউড (Tollywood) -ও রামায়ণের অনুপ্রেরণায় ‘আদিপুরুষ’ বানায়? তাহলে সেই ছবির কাস্টিং কেমন হত? ভবিষ্যতে যদি কখনও টলিউড আদিপুরুষের মত সিনেমা বানানোর পরিকল্পনা করে তাহলে কে কোন চরিত্রে অভিনয় করবেন? সোশ্যাল মিডিয়া থেকে মিলল তার উত্তর।

RAMAYAN BY TOLLYWOOD CASTING

জনৈক নেটিজেন সম্প্রতি তার ভাবনা থেকে বাংলার আদিপুরুষের কাস্টিং করে ফেলেছেন। নিঃসন্দেহে প্রত্যেকটি চরিত্রে টলিউডের বড় বড় অভিনেতারাই রয়েছেন। যেমন শ্রী রামের চরিত্রে কল্পনা করা হয়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) -কে। যদিও এর বিরোধিতা করে কেউ কেউ বলছেন এই চরিত্রে দেবকে বেশি ভাল মানাবে।

লক্ষণের ভূমিকাতে রয়েছেন ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট হিরো’ বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। রামভক্ত হনুমান চরিত্রে কল্পনা করা হয়েছে যশ দাশগুপ্ত (Yash Dasgupta) -কে। আর মা সীতার ভূমিকায় রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। আর জানেন বাংলায় আদিপুরুষ তৈরি হলে রাবণ কে হবেন? নেটিজেনদের পছন্দ অনুসারে তিনি হলেন সোহম চক্রবর্তী।

RAMAYAN BY TOLLYWOOD CASTING

ইন্দ্রজিৎ চরিত্রের জন্য ওই নেটিজেন বেছে নিয়েছেন সৌরভ দাস (Sourav Das) -কে। যদিও এই নিয়ে রয়েছে দ্বিমত। কেউ কেউ আবার সৌরভকে রাবণ হিসেবেও দেখতে চাইছেন। গতবছর মহালয়াতে সৌরভ দাস মহিষাসুরের ভূমিকাতে অভিনয় করেছিলেন। যেটা নিয়ে বেশ ট্রোল এবং মিম বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

RAMAYAN BY TOLLYWOOD CASTING

আরও পড়ুন : কেউ ‘বউ চোর’, কেউ টাকার লোভী! বিয়ে করে চরম ট্রোলের শিকার এই ৪ টলিউড সেলিব্রিটি

রাবণের বোন শূর্পনখার চরিত্রের জন্য দর্শকদের পছন্দ শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) -কে। আর রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh) -কে বেছে নেওয়া হয়েছে বিভীষণ চরিত্রের জন্য। রামায়ণ নিয়ে সিনেমা হলে তাতে মন্দোদরীর ভূমিকায় দর্শকদের পছন্দ কৌশানী মুখার্জী (Kaushani Mukherjee) -কে। আর মাতা শবরীর চরিত্রের জন্য তাদের পছন্দ ফেমাস ‘বিন্দু মাসি’ অনামিকা সাহা (Anamika Saha) -কে।