শুধু শাড়ি-ব্যবসায় ভরে না পেট, শাড়ির পর নতুন ব্যবসা খুলে ফেললেন রচনা ব্যানার্জী

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের দিদি নাম্বার ওয়ান (Didi Number One) রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা তিনি। বছরের পর বছর ধরে টিভির পর্দায় ভেসে ওঠে তার মুখ। ২০১০ সালের আগে পর্যন্ত টলিউড (Tollywood) এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে চুটিয়ে নায়িকার ভূমিকায় কাজ করে গিয়েছেন তিনি। তবে অভিনয় ছেড়ে এখন সঞ্চালনা এবং ব্যবসাই হয়ে উঠেছে রচনা ব্যানার্জী (Rachana Banerjee) -র পেশা।

বর্তমানে দেখা যাচ্ছে যে বিনোদন দুনিয়ার তারকাদের মধ্যে বেশিরভাগই অভিনয়ের পাশাপাশি নতুন কোনও পেশা বেছে নিচ্ছেন। টলিউড অভিনেত্রীদের মধ্যে অনেকেরই জিম রয়েছে, কেউ খুলেছেন রেস্তোরাঁ, তো কেউ শাড়ি-গয়নার ব্যবসা করছেন। রচনা ব্যানার্জী বহু আগেই তার শাড়ির ব্যবসা শুরু করে দিয়েছিলেন। এবার তিনি আরও এক নতুন ব্যবসা শুরু করলেন।

RACHANA BANERJEE

বেশ কিছু সময় আগে ফেসবুকে লাইভে এসে নিজের কালেকশনে থাকার শাড়ি দিয়ে নতুন ব্যবসা শুরু করেন রচনা। ক্রমে তার ব্যবসা বেশ জনপ্রিয়তা পায়। এখন শুধু বাংলার মধ্যে নয়, বিদেশেও বিক্রি হয় রচনার শাড়ি। টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে শাড়ির ব্যবসা শুরু করাতে প্রথম প্রথম অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। তবে তিনি অবশ্য তাতে থোড়াই কেয়ার।

রচনা জানিয়েছেন তিনি নিজের পরিচয় গড়ে তোলার জন্য শাড়ির ব্যবসা খুলেছেন। তিনি একটি ব্র্যান্ডের প্রতিষ্ঠা করতে চান। তার স্বপ্ন একদিন তার এই ব্র্যান্ডের আওতায় অনেক মেয়ে কাজ পাবে। বাংলার দিদিদের জন্য তিনি রোজগারের একটা পথ খুলে দিতে চান। রচনা এরই মধ্যে নিজের একটি দোকানও খুলে ফেলেছেন।

RACHANA BANERJEE`S SAREE BUISNESS

আরও পড়ুন : ৫০ পেরিয়েও উপচে পড়ছে যৌবন, মুখে কী মাখেন? সিক্রেট ফাঁস করলেন রচনা ব্যানার্জী

তবে শাড়ির পর এবার রচনার কাছে রূপসজ্জার নানা সামগ্রীও পাওয়া যাবে। নতুন এই ব্যবসার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী। খুব শীঘ্রই তিনি তার নিজস্ব প্রসাধনী সংস্থা খুলতে চলেছেন। যদিও এই নতুন পরিকল্পনা নিয়ে খুব বিশেষ কিছু তিনি বলেননি। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই রচনার নিজস্ব প্রসাধনী বাজারে আসবে।

আরও পড়ুন : টিআরপির লোভে মিথ্যাচার, সংসার ভাঙছে ‘দিদি নাম্বার ওয়ান’! জবাবে ধুয়ে দিলেন রচনা ব্যানার্জী