টিআরপির লোভে মিথ্যাচার, সংসার ভাঙছে ‘দিদি নাম্বার ওয়ান’! জবাবে ধুয়ে দিলেন রচনা ব্যানার্জী

টিআরপির লোভে মিথ্যে নাটক দেখাচ্ছে দিদি নাম্বার ওয়ান? সব অভিযোগের জবাব দিলেন রচনা ব্যানার্জী

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের দিদি নাম্বার ওয়ান (Didi Number One) রিয়েলিটি শো এর জনপ্রিয়তার কথা তো সকলেরই জানা। দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে চলছে এই শো। এই পর্যন্ত হাজার হাজার মহিলা এই মঞ্চে এসে শুনিয়ে গিয়েছেন তাদের জীবন কাহিনী। তাদের মধ্যে বেশিরভাগই জীবনে রয়েছে কঠিন সংগ্রাম। কেউ শ্বশুরবাড়িতে অত্যাচারিত, কেউ স্বামীহীনা, তো কেউ আবার পাশে কাউকে না পেয়ে একা লড়ে ঘুরে দাঁড়িয়েছেন জীবনে।

দিদি নাম্বার ওয়ানে উপস্থিত দিদিদের জীবন সংগ্রামের কাহিনী উদ্বুদ্ধ করে অন্যদের। তবে তারা নিজেদের জীবন সম্পর্কে যা কিছু বলেন সবটাই কি সত্যি? বিশেষ করে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হওয়ার গল্প বলেন যারা রচনা ব্যানার্জী (Rachana Banerjee) -কে তাদের মধ্যে কেউ কেউ কি নিজেরাও স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের উপর অত্যাচার করেন না? কিছু কিছু এপিসোড দেখে দর্শকদের মনে এমন প্রশ্নও ওঠে।

RACHANA BANERJEE

কিছুদিন আগেই যেমন বেহালার এক বাসিন্দা সরাসরি ফেসবুকে একটি সাক্ষাৎকার দিয়ে দিদি নাম্বার ওয়ান এর মতো শো বন্ধ করার দাবি জানান। এখানে যেসব মহিলারা এসে স্বামী কিংবা শ্বশুরবাড়ির নিন্দা করেন তাদের মধ্যে একজন ছিলেন তার প্রাক্তন স্ত্রী। ওই ব্যক্তির দাবি ছিল তার স্ত্রী অনেক মিথ্যে কথা বলে গিয়েছে এই মঞ্চে। তাকে সমর্থন জানাতে থাকেন দর্শকদের একাংশও।

দর্শকরা প্রশ্ন তুলতে শুরু করেন এখানে মহিলাদের সংগ্রাম এবং আত্মত্যাগের বাস্তবকাহিনী বলে যেটা দেখানো হচ্ছে তার মধ্যে কতটা মিথ্যাচার লুকিয়ে আছে? যদি আসলে ঘটনা জানতেই হয় তাহলে দুই পক্ষকেই সামনে আনা উচিত। মেয়েরা এসে হাউ হাউ করে কেঁদে যা বলবে লোকে সেটাই বিশ্বাস করবে এটা হতে পারে না। দিদি নাম্বার ওয়ান সংসার ভাঙছে, এমনও অভিযোগ ওঠে।

RACHANA BANERJEE

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে শেষমেষ মুখ খোলেন রচনা ব্যানার্জী। তিনি সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন ১১ বছর ধরে চলছে এই শো। এতগুলো এপিসোডে এত মেয়ের কাহিনী, সবার চোখের জল তো আর মিথ্যে হতে পারে না। হাজার হাজার মেয়ে অংশ নিয়েছে, সবাই কি অভিনয় করছে? এত সোজা অভিনয় করা?

RACHANA BANERJEE DIDI NUMBER ONE

আরও পড়ুন : এত বড় অভিনেত্রী কেন রাতারাতি ছাড়লেন অভিনয়? সত্যিটা জানিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জী

বাংলার দিদি নাম্বার ওয়ান আরও বলেছেন, হতে পারে ৫০০-১০০০ জনের মধ্যে হয়ত একজন সত্যিটা এদিক ওদিক করে বলল। কিন্তু সবাই হতে পারে না। যদিও তার এই সাফাইয়ের পরেও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এর আগেও টিআরপির লোভে এই শোয়ের বিরুদ্ধে মিথ্যাচার দেখানোর অভিযোগ ওঠে। মেয়েদের পাশাপাশি ছেলেদের দিকটাও তুলে ধরুক দিদি নাম্বার ওয়ান, এমন দাবিও উঠতে শুরু করে।

আরও পড়ুন : ফাঁস হয়ে গেল রচনার বিনা মেকআপের লুক, ‘আসল চেহারা’ দেখে সমালোচনার ঝড় নেটপাড়ায়