উদ্দাম যৌনতায় ঠাসা, থিয়েটারে নিষিদ্ধ হলেও ওটিটিতে রমরমিয়ে চলেছে এই সিনেমাগুলি

সমকামীতা থেকে উদ্দাম যৌনতা, থিয়েটারে নিষিদ্ধ হয়েছে ওটিটির জনপ্রিয় এই সিনেমাগুলি

Movies That Banned In Theaters But Very Popular In OTT : বলিউড (Bollywood)-এর বহু ছবি দেখার জন্য আমরা ভিড় জমাই প্রেক্ষাগৃহে। কিন্তু এছাড়াও বলিউডে অনেক ছবি রয়েছে যেগুলিতে নির্মাণ করার পরেও কখনও বড় পর্দায় দেখা যায়নি। কারণ ছবি গুলোকে কোনও কারণে ব্যান করে দেওয়া হয়েছিল। এমনই কয়েকটি জনপ্রিয় ছবির নাম দেওয়া হল এই তালিকায়।

আনফ্রিডম (Unfreedom) : এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ২৯ মে। এই ছবির পরিচালক ছিলেন রাজ অমিত কুমার। ছবিটি উত্তর আমেরিকাতে মুক্তি পেলেও ভারতীয় সেন্সর বোর্ড এই ছবিটি ব্যান করেছিল যে কারণে  ছবিটি ভারতে মুক্তি পায়নি।

Unfreedom

সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছিল এই ছবিতে এমন কিছু সাহসী দৃশ্য রয়েছে যা দর্শকদের দেখার জন্য ঠিক নয়। এই ছবিতে অভিনয় করেছিলেন আদিল হুসেন (Adil Hussain), ভিক্টর  বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), প্রীতি গুপ্ত (Preeti Gupta) এবং ভবানী লি (Bhavani Lee)। নেটফ্লিক্স (Netflix)-এ দেখা যাবে ছবিটি।

গারবেজ (Garbage) : কৌশিক বন্দ্যোপাধ্যায় বা কিউ এর পরিচালনায় নির্মিত হয়েছিল এই ছবিটি। ২০১৮ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল এই ছবিটি দেখানো হয়েছিল। আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেলেও ছবিতে এমন কিছু দৃশ্য ছিল যা দেখার পর ছবিটিতে ভারতে ব্যান করা হয়েছিল। কিন্তু নেটফ্লিক্স রয়েছে এই ছবিটি।

Love

লভ (Love) : ২০১৫ সালে প্রথমবার দুটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল এই ছবিটিকে। এই ছবিতে দুই সমকামী পুরুষের ভালবাসা গল্পকে তুলে ধরার চেষ্টা করেছিলেন পরিচালক। সমকামী পুরুষদের সম্পর্ক দেখানো হয়েছিল বলেই ছবিটি ব্যান করা হয়েছিল ভারতে। তবে নেটফ্লিক্সে ছবি রয়েছে।

Paanch

আরও পড়ুন : বিয়েতে মেলেনি দাম্পত্য সুখ, স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সহবাস করছেন এই ৫ অভিনেত্রী

পাঁচ (Paanch) : বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)-এর পরিচালনায় নির্মিত এই ছবিটি পুণের জোশী-অভয়ঙ্কর হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ছবিতে অত্যাধিক হিংসাত্মক ঘটনা থাকায় ছবিটিকে ব্যান করা হয়েছিল। তবে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবিটি।

আরও পড়ুন : নেটফ্লিক্সের এই ১০টি ওয়েব সিরিজ দর্শকদের বিচারে সেরা, না দেখলে হবে চরম মিস