অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালে সুপারস্টার, বাংলা ধারাবাহিকের এই ৫ অভিনেতা আসলে অবাঙালি

বাংলা টেলিভিশন মানেই বাঙালি দর্শকদের কাছে ভরপুর বিনোদনের আস্তানা। নানা সিরিয়াল, রিয়েলিটি শো, কুকিং শো, কুইজের মাধ্যমে ইদানিং বাংলা চ্যানেলগুলো সমৃদ্ধ হচ্ছে। বাংলা সিরিয়ালকে সমৃদ্ধ করার পেছনে যেমন বাঙালি তারকাদের হাত রয়েছে, তেমনই অবাঙালি তারকারাও বেশ প্রশংসার দাবি রাখেন। আজ এই প্রতিবেদনে রইল বাংলা টেলিভিশনের সেই পাঁচ তারকার প্রকৃত পরিচয় যারা অবাঙালি (Non Bengali Stars Of Bengali Telivision), কিন্তু তাদের দেখে বা তাদের ভাষা শুনে বাঙালি বলেই ভুল হয়।

হানি বাফনা (Honey Bafna) : বিগত কয়েক বছর ধরে স্টার জলসা এবং জি বাংলাতে অভিনয় করছেন হানি বাফনা। এই হ্যান্ডসাম অভিনেতাকে ‘বকুল কথা’, ‘প্রথমা কাদম্বিনী’ এবং ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। তার জন্ম কলকাতাতেই হয়েছে। আপাদমস্তক তাকে দেখলে বাঙালি বলে মনে হলেও তিনি আদতে মারোয়ারী জৈন পরিবারের সন্তান।

HONEY BAFNA

ক্রুশল আহুজা (Krushal Ahuja) : জি বাংলার ‘কী করে বলবো তোমায়’ ধারাবাহিক থেকে দর্শকদের সঙ্গে তার পরিচয় রয়েছে। খুব কম সময়ের মধ্যেই তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পান। তবে এই ধারাবাহিকের আগে ‘রানু পেল লটারি’তেও তাকে দেখেছেন দর্শকরা। ইনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তার বাবা রাজ দে আহুজা একজন ডাক্তার। সেই সুবাদে কলকাতায় বড় হয়ে উঠেছেন ক্রুশল। এখন বাংলা টেলিভিশনের পাশাপাশি হিন্দি টেলিভিশনেও অভিনয়ের খাতা খুলে ফেলেছেন তিনি।

নেহা আমনদীপ (Neha Amandeep) : নাম শুনেই বোঝা যায় ইনিও আদতে বাঙালি নন। কিন্তু তার অভিনয় দেখলে বা তাকে বাংলা ভাষায় কথা বলতে শুনলে আপনি ধরতেও পারবেন না। জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করে তিনি দারুণ প্রশংসা পেয়েছিলেন। এরপর সান বাংলাতে ‘কনে বউ’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। তিনি হলেন পাঞ্জাবি। এখন আর তাকে বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না।

RISHI KAUSHIK

ঋষি কৌশিক (Rishi Koushik) : বাংলা টেলিভিশনের অন্যতম হার্ট থ্রব অভিনেতা ঋষি কৌশিকও বাঙালি পরিবারের সন্তান নন। অসমের তেজপুরে একটি অবাঙালি পরিবারে তার জন্ম হয়েছিল। ‘ইষ্টিকুটুম’ এর সাংবাদিক অর্চিষ্মান থেকে শুরু করে ‘এখানে আকাশ নীল’ এর ডাক্তার উজান, সব চরিত্রেই দারুন জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন ঋষি কৌশিক।

ভরত কল (Bharat Kaul) : ইনি আদতে কাশ্মীরি পন্ডিত। বাংলা বিনোদনের দুনিয়ার সঙ্গে তার সংযোগ প্রায় ৩০ বছরের পুরনো। বাংলা টেলিভিশন ছাড়াও একাধিক বাংলা সিনেমাতে তিনি অভিনয় করেছেন। বাংলাটা তিনি ভালই বলতে পারেন, তবে তিনি বাংলা লিখতে কিংবা পড়তে পারেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনটাই বলেছিলেন ভরত কল।