নায়ক নাকি খলনায়ক! বাংলা সিরিয়ালের এই অভিনেতাদের দু চোখে সহ্য করতে পারেন না দর্শকরা

Most Hated Hero of Bangla Serials : সিরিয়াল (Bangla Serial) হোক কিংবা সিনেমা নায়ক সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় নায়ক (Hero) মানেই যে নায়িকার জন্য সবকিছু করতে পারে। কিন্তু বর্তমানে সেই ধারণায় একটা বড়সড় বদল এসেছে। ইদানিং কিছু বাংলা সিরিয়ালের নায়কদের দেখে খলনায়কই (Villain) বেশি মনে হয়। চলুন জেনে নিই নায়করূপী খলনায়কদের তালিকায় রয়েছেন কারা।

সূর্য (Surjya) : ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের নায়ক সূর্য শুরুতে তো দর্শকদের বেশ প্রিয়ই ছিলেন। কিন্তু তারপরেই হঠাৎ চরিত্রটির বদল ঘটে। নায়িকা দীপার প্রতি তার অবিশ্বাস মুখ্য হয়ে ওঠে কাহিনি-তে। প্রায় এক বছর পরে তাদের মিল হলেও আবার তাদের জীবনে নতুন ঝড় নিয়ে হাজির হয় মিশকা।

Anurager chhowa

সূর্যের স্পাম চুরি করে মিশকা মা হয়েছে। আর দেখানো হচ্ছে সূর্য আর দীপার মধ্যে আবার বিচ্ছেদ ঘটতে চলেছে। দীপার জায়গায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মিশকা এবং তার সন্তানকে। সবসময় এরকম নায়ক নায়িকার মধ্যে এত দূরত্ব দেখে বিরক্ত দর্শকরাও তাই খাপ্পা হয়ে উঠেছেন সূর্যর উপরে।

নীল (Neel) : এই তালিকায় রয়েছেন জি বাংলার ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের নায়ক সৌরানীলও। শুরুতে  মেঘকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল নীল। পরবর্তীতে সেই মেঘই হয়ে উঠেছিল তার দু’চোখের বিষ। তবে এখন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে গেছে। আর মেঘকে বাড়িতে ফেরানোর জন্য তার অনিচ্ছার সত্বেও একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে নীল।

KAR KACHE KOI MONER KOTHA

পরাগ (Parag) : ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের নায়ক পরাগও পেশায় শিক্ষক। কিন্তু তার হাবেভাবে, স্বভাবে শিক্ষার তুলনায় অশিক্ষাটাই বেশি ফুটে ওঠে বলে দাবি দর্শকদের। এই সিরিয়ালে প্রথম থেকেই পরাগকে নেতিবাচক হিসেবে দেখানো হচ্ছে। জোর করে স্ত্রীর উপরে স্বামীর অধিকার ফলানোর চেষ্টা, মায়ের কথায় নায়িকা শিমুলের উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার দর্শকদের চোখে পরাগকে অত্যন্ত খারাপ একজন নায়ক করে তুলেছে। আবার কয়েকদিন আগে শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টাও করেছিল সে।

আরও পড়ুন : টিআরপি তুলতে গাঁজাখুরি গল্প! টিভি সিরিয়ালের ভাইরাল দৃশ্য দেখে হেসে খুন দর্শকরা

Neem Phooler Modhu

আরও পড়ুন : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের কমলা ও মানিক এপিসোড পিছু কত টাকা পায়?

সৃজন (Srijan) : ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Modhu) -র ‘বাবুউউ’ ওরফে সৃজনের নাম সম্প্রতি যোগ হয়েছে এই তালিকায়। মাঝে পর্ণার প্রতি তার ভালবাসা, সমর্থন দর্শকদের মন জিতে নিলেও এখন মায়ের কথায় প্রভাবিত হয়ে পর্ণার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেছে সৃজন। কয়েকদিন আগে পর্ণাকে ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল সৃজন। তবে চরিত্রটিকে এখনই সম্পূর্ণ ভাবে খলনায়ক বানিয়ে তোলেননি নির্মাতারা।