গল্প থেকে কনসেপ্ট সবটাই কপি, Star Jalsha-র এই সিরিয়ালের গল্প টুকে দিল Zee Bangla

TRP তুলতে Star Jalsha -র কপি! Zee Bangla -র বিরুদ্ধে বিস্ফকরো অভিযোগ

Zee Bangla Upcoming Serial : একের পর এক নতুন ধারাবাহিক টিভি চ্যানেল গুলো তে এসেই চলেছে। তার মধ্যে জি বাংলা (Zee Bangla) -য় বেশ কয়েকটি নতুন মেগার প্রমো প্রকাশ্যে এসেছে। আর শোনা যাচ্ছে নাকি এবার স্টার জলসা (Star Jalsha) -র অন্যতম ধারাবাহিক সন্ধ্যাতারা (Sandhyatara) -র কপি করে জি বাংলায় আসছে নতুন একটি ধারাবাহিক। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে।

জি বাংলার খেলনা বাড়ি সম্প্রতি শেষ হয়েছে। এদিকে শোনা যাচ্ছে গৌরী এলো ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আর সেই সব ধারাবাহিকের জায়গা পূরণ করার জন্য আসছে একের পর এক নতুন ধারাবাহিক। যেমন কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘আলোর কোলে ‘ ধারাবাহিকের প্রমো। যেখানে অভিনয় করবেন স্বীকৃতি মজুমদার, কৌশিক রায় এবং সমু সরকারকে।

ALOR KOLE

আর এই প্রমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক। দর্শকদের ধারণা স্টার জলসায় তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের কপি করে জি বাংলায় আসছে আলোর কোলে। কারণ তুমি আসে পাশে থাকলের মত এটিও একটি ভুতুড়ে সিরিয়াল। তবে এই প্রথম নয় এরকম বিতর্ক আগেও জি বাংলার একাধিক সিরিয়াল নিয়ে শুরু হয়েছিল।

এবার এই বিতর্কের শিকার আরও এক ধারাবাহিক সেটা হলো মিঠিঝোরা। খুব সম্প্রতি এই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে। আর সেখানে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং জয়ী খ্যাত অভিনেত্রী দেবাদৃতা বসুকে। প্রমো দেখলেই বোঝা যায় বোনদের জন্য এক দিদির আত্মত্যাগের গল্প নিয়েই তৈরি ‘মিঠিঝোরা’।

MITHIJHORA

বড় বোন রাইয়ের (আরাত্রিকা) বিয়ের তারিখ পাকা করে এসেছে তাদের বাবা। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তাঁদের বাবা। সংসারের হাল ধরতে তাই বিয়ে ভেঙে দেয় রাই। বোনকে (দেবাদৃতা) সঁপে দেয় হবু বরের হাতে। কিন্তু প্রমো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেট পাড়ায়। দর্শকদের একাংশ প্লটের সঙ্গে মিল পেয়েছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সন্ধ্যাতারা-র।

আরও পড়ুন : ছেলেকে জব্দ করতে উচিত শিক্ষা দেবেন মধুবালা, সম্প্রচারের আগে ফাঁস ধামাকা পর্ব

আরও পড়ুন : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের কমলা ও মানিক এপিসোড পিছু কত টাকা পায়?

এই ধারাবাহিকের গল্পও দুই বোনকে কেন্দ্র করে। এক বোনের অন্য বোনের জন্য স্বার্থত্যাগই ধারাবাহিকের প্রেক্ষাপট। তাহলে কি সন্ধ্যাতারারই কপি আসছে জি বাংলায়? জানা গেছে ২৭শে নভেম্বর থেকে রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হবে ‘মিঠিঝোরা’। তাই এই ধারাবাহিক সন্ধ্যাতারার কপি নাকি সেটা মিঠিঝোরা দেখলেই বোঝা যাবে। আর ২৭ এ নভেম্বর থেকে ১০ টার স্লটে সম্প্রচারিত হবে ‘মিলি’।