কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের কমলা ও মানিক এপিসোড পিছু কত টাকা পায়?

এপিসোড পিছু কত টাকা পায় কমলা ও মানিক? জানলে হাঁ হয়ে যাবেন

বর্তমানে যে ধারাবাহিকগুলি টিভি পর্দায় দিনকে দিন জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে তার মধ্যে একটি হল স্টার জলসা (Star Jalsha) -র ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। বিংশ শতাব্দীর সমাজ জীবন ও বাল্যবিবাহের এক অধ্যায় ফুটিয়ে তুলেছে এই ধারাবাহিক। কমলা ও মানিকের মিষ্টি রসায়ন এই ধারাবাহিকের অন্যতম প্রধান আকর্ষণ। যদিও এই ধারাবাহিক শেষের মুখে। কিন্তু জানেন কী এই ধারাবাহিকের অন্যতম অভিনেতা অভিনেত্রী সুকৃত সাহা (Sukrit Saha) এবং অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee) পারিশ্রমিক কত? জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ Cast

২০২৩ সালের ১৩ মার্চ সম্প্রচার শুরু করেছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। ব্রিটিশ আমলে কমলা এবং পৃথ্বীরাজকে কেন্দ্র করেই গল্প। এখানে কমলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় এবং পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছিলেন সুকৃত সাহা। এই জুটি ইতিমধ্যেই দর্শকের নয়নের মণি হয়ে উঠেছে।

Kamala O Sreeman Prithwiraj

কিন্তু সম্প্রতি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। এই সিরিয়ালের শুরুর দিকে টিআরপি নম্বর ভালই দেখা গিয়েছিল। প্রথম দশে জায়গা করে নিয়েছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। পরবর্তীতে টিআরপি কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই মাত্র আট মাসের মাথায়ই নাকি শেষ হচ্ছে এই সিরিয়াল। আগামী ১৯ নভেম্বর এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে।

শোনা গেছে এই ধারাবাহিকের জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক গীতা এলএল.বি।এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দার কামব্যাক মুখ হিয়া মুখোপাধ্যায়ের। সান বাংলার নয়নতারা সিরিয়ালে অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার কমেডি ঘরানার ধারাবাহিকে উকিল ম্যাডাম গীতার ভূমিকায় ছোট পর্দার দর্শককে মনোরঞ্জন করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

Kamala O Sreeman Prithwiraj

কিন্তু ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় মনখারাপ সুকৃত এবং অয়ন্যার অনুরাগীদের। এই তরুণ সদ্যসদের অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। যদিও এর আগে এই দুজন তারকাকেই অভিনয় করতে দেখা গেছে। সুকৃত এর প্রথম অভিনয় শুরু শ্রীকান্ত নামের একটি ওয়েব সিরিজ থেকে।

আরও পড়ুন : মেয়েরা এভাবে শুলে অকালেই বুড়িয়ে যাবে ত্বক, জানুন কীভাবে শোওয়া উচিত নয়

Kamala O Sreeman Prithwiraj

আরও পড়ুন : কন্ঠে যেন মা সরস্বতী! রচনা ব্যানার্জীর গলায় গান শুনলে প্রেমে পড়ে যাবেন আপনি

অন্যদিকে, ছোটপর্দার ‘করুণাময়ী রানি রাসমণি’ থেকে বড়পর্দার ‘মিনি’র পর ক্লাস ফাইভের অয়ন্যা চট্টোপাধ্যায় আজ দর্শকের মনোরঞ্জনে ব্যস্ত ধারাবাহিকের কমলার চরিত্রে। ঘোমটা টানা আটপৌঢ়ে শাড়িতে সে আজ গিন্নিবান্নি। আর এই ধারাবাহিকে অভিনয় করার জন্য সুকৃত এবং অয়ন্যা দুজনেই ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন। তাদের এই ১৮ বছর বয়স হওয়ার আগেই যে সাফল্য তা সত্যি বাহবা জানানোর মত।