টিআরপি তুলতে গাঁজাখুরি গল্প! টিভি সিরিয়ালের ভাইরাল দৃশ্য দেখে হেসে খুন দর্শকরা

Viral Bhagya Laxmi TV Serial Clip : যতসব গাঁজাখুরি গল্প! টিভি সিরিয়ালের ভাইরাল ভিডিও দেখে দর্শকরা হেসেই খুন

বাংলা হোক অথবা হিন্দি, ধারাবাহিকগুলিতে এমন কিছু কিছু দৃশ্য দেখানো হয় যা আমাদের ভাবনাচিন্তার বাইরে থাকে। যে দৃশ্যগুলি বাস্তব সম্মত নয় তেমন দৃশ্য ধারাবাহিকে দেখানো হলে স্বাভাবিকভাবেই সেটি উপহাসের পাত্র হয়ে যায়। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা হিন্দি ধারাবাহিক ভাগ্যলক্ষী (Bhagya Lakshmi)একটি ক্লিপিং।

কোন সিরিয়ালে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন, হাসপাতালেও কেমন সেজেগুজে চলে যায় ঘরের মেয়েরা, আবার বাড়িতে বেনারসি পড়ে বেডরুমে সেজেগুজে বসে থাকে। আবার অনেক সময় সামান্য একটা ধাক্কায় এমনভাবে চোট পেয়ে যায় যেন মনে হয় কত জোরেই না তাকে ধাক্কা মারা হয়েছে। এই দৃশ্যগুলি হয়তো সিরিয়ালে গল্পের খাতিরে দেখানো হয় কিন্তু বেশিরভাগ সময় এই দৃশ্যগুলি আমাদের হাসির খোরাকে পরিণত হয়ে যায়।

Bhagya Lakshmi

ভাগ্যলক্ষ্মীর যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের একটি গাছে আটকে রয়েছে লক্ষী, এবং ঠিক তার ওপরেই রয়েছেন তার স্বামী। কোনভাবে হাত ফসকে লক্ষী পাহাড়ের গা ঘেঁষে নিচের দিকে পড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে ওপরে থাকা তার স্বামীও স্ত্রীকে বাঁচানোর জন্য পাহাড় থেকে ঝাঁপ মেরে দেন।

এত অবধি তো ঠিক ছিল কিন্তু আসল মজা শুরু হয় তারপর। লক্ষ্মীকে কোনভাবে ধরে ফেলে তার স্বামী কিন্তু তারপর তারা এমন ভাবে নিচের দিকে নামতে থাকে যেন মনে হয় তাদের কাছে অনেকটা সময় রয়েছে। কোন প্রান ভয় নয়, বরং একে অপরকে প্রেমের প্রস্তাব দিতে শুরু করে তারা। ব্যাপারটা বড্ড আজগুবি মনে হয় দর্শকদের কাছে।

Bhagya Lakshmi

ক্লিপিংটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে মজার মজার কমেন্ট করতে শুরু করেন দর্শকরা। একজন যেমন লেখেন,” আপনারা কোথা থেকে ঝাঁপ মেরেছেন যদি একটু বলেন, প্রায় ২.৫ মিনিট সময় লেগে গেল আপনাদের নিচে নামতে।” অন্য একজন লিখেছেন,”নিচে পড়তে যাওয়ার সময় নিলেন তাতে মানুষ মরে গিয়ে আবার জন্ম নিয়ে নেবে।”

আরও পড়ুন : বলিউডকে টেক্কা দেবে টলিউড, মহাধামাকা নিয়ে আসছেন দেব, জিৎ ও প্রসেনজিৎ

আরও পড়ুন : কারখানার লেবার থেকে সুপারস্টার! আজ দেশের সেরা ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম এই নায়ক

ক্লিপিংটিতে অনেকেই আবার অভিনেতা-অভিনেত্রীদের নয় বরং পরিচালক এবং প্রযোজকদের দোষ দেখেছেন। একজন লিখেছেন,” এখানে অভিনেতা-অভিনেত্রীদের কিছু করার নেই। প্রযোজক এবং পরিচালক যেমন ভাবে দেখিয়েছেন তাদেরকে তেমনভাবেই অভিনয় করতে হয়েছে।” অনেকে আবার নিউটন এবং লজিকের আত্মার শান্তি কামনা করেছেন, অবশ্যই মজা করে।