টাকার লোভে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়! এতটা নিচে নামলেন, মিমিকে ছিঃ ছিঃ করছে নেটপাড়া

টলিউড (Tollywood) অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) হাতে এখন সুবর্ণ সুযোগ। সদ্য একটি প্রজেক্টের কাজের সুবাদে মুম্বাই থেকে ঘুরে এসেছেন তিনি। সেখানকার কাজকর্ম সম্পর্কে বেশ ধারণাও হয়েছে তার। সেই নিয়ে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে তিনি টলিউড এবং বলিউডের (Bollywood) কাজের মধ্যে পার্থক্যটা তুলে ধরলেন। মিমি তার বক্তব্যে কিন্তু বলিউডকেই এগিয়ে রাখলেন, এটা মোটেই সহ্য হচ্ছে না নেটিজেনদের।

বলিউড এবং টলিউডের মধ্যে পার্থক্যের কথা বলতে গিয়ে মিমি চক্রবর্তী বলেন বলিউডের কাজের পদ্ধতি তার খুব ভাল লেগেছে। টলিউডের যেখানে দিনে ১৩ টা থেকে ১৪ টা শট একইদিনে নেওয়া হয়, বলিউডে অতটা কাজের চাপ থাকে না। মিমি জানিয়েছেন বলিউডে দিনে কেবল ৩ থেকে ৪টি শটই নেওয়া হয়। এদিকে মিমির মুখে বলিউডের প্রশংসা শুনে তার সমালোচনা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Mimi Chakraborty

তবে শুধু এই একটি বিষয়ের জন্য নয়, মিমি এই সাক্ষাৎকারে তার কাজ সম্পর্কে আরও যে যে মন্তব্য করেছেন তার থেকেও তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তিনি মন্তব্য করেছেন যে অভিনয়ের প্রয়োজনে যদি তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় তাহলেও তিনি নির্দ্বিধায় করবেন। এই প্রসঙ্গে মিমির সংস্কার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা।

মিমি এই প্রসঙ্গেই বলেছেন, “কাজ করলে ১০০ শতাংশ দিয়ে করব, নয়তো করব না। কাজ করব না এমনটা নয়। কারণ এসেছি কাজ করতে। অভিনেতাদের যে পাত্রে ঢেলে দেওয়া হবে সেই পাত্রের আকার নেবে।” ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে মিমির বক্তব্যের ঘোর সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। তারা প্রশ্ন তুলছেন মুম্বাইতে গিয়ে কি টাকার জন্য নিজের সংস্কার ভুলে বসলেন টলিউড অভিনেত্রী?

এই বক্তব্য নিয়ে মিমিকে এক হাত নিয়েছেন তার অনুগামীরাও। অভিনেত্রীর কাছে তাদের দাবি তিনি যেন অভিনয়ের জন্য নিজেকে এতটা নিচে না নামিয়ে আনেন। এদিকে মিমির সমালোচকরাও মন্তব্য করছেন নাকি টাকার লোভেই মিমি এই সমস্ত কথা বলছেন। এরই মধ্যে কেউ আবার কটাক্ষ করে লিখলেন, “পরের বছরের মহানায়িকা সম্মান আপনার জন্য তোলা রইল।” রেগে গিয়ে কেউ কেউ আবার মিমির ছবি বয়কট করার কথাও বলছেন।

যদিও মিমির পক্ষ নিয়ে কেউ কেউ বলছেন যারা অভিনয়ের পেশার সঙ্গে জড়িত তাদের এমন চরিত্রে বাছবিচার করলে চলে না। কেউ কেউ প্রশ্ন তুলছেন একা মিমিকেই কেন আক্রমণ করা হচ্ছে? ইদানিং টলিউড-বলিউড এবং ওয়েব সিরিজ গুলোতেও নগ্নতা, ঘনিষ্ঠ দৃশ্য থাকছে। তাহলে শুধু বাংলার অভিনেত্রীকে দোষী করে কাঠগড়ায় তুলে ধরা হচ্ছে কেন?