বাংলা সিরিয়ালের সেরা নায়ক কারা, খেতাব জিতলেন এই ৭ অভিনেতা

বাংলা নারী নির্ভর ধারাবাহিকগুলিতে (Bengali Mega Serial) নায়করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে ধারাবাহিকের নায়ক-নায়িকার কেমিস্ট্রি যত বেশি গভীর, সেই ধারাবাহিক তত বেশি দর্শকদের আকর্ষণ করতে পারে। এই মুহূর্তে জি বাংলা স্টার জলসাতে একাধিক ধারাবাহিকে অনেকেই নায়কের চরিত্রে অভিনয় করছেন। তবে অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার অন্তর্গত কিছু ধারাবাহিকের নায়করাই দর্শকদের বিচারে সেরা। এক নজরে দেখে নিন সেই তালিকাটা।

গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : গৌরব চ্যাটার্জী বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন নামী অভিনেতা। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের পর এখন তিনি স্টার জলসার ‘গাঁট ছড়া’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন। জেদি, একগুঁয়ে ঋদ্ধিমান সিংহ রায় আপাদমস্তক অ্যাংরি ইয়ং ম্যান। এমন চরিত্রদের টেলিভিশনের পর্দায় বেশ পছন্দ করেন দর্শকরা।

Gourab Chatterjee

ইন্দ্রজিৎ বসু (Indrajeet Basu) : দীর্ঘ কয়েক বছর ধরেই ইন্দ্রজিৎ বসু বাংলা টেলিভিশনের নায়ক হিসেবে দর্শকদের মন জয় করেছেন। ইন্দ্রানী হালদারের সঙ্গে ‘গোয়েন্দা গিন্নি’ ধারাবাহিকে একজন আইপিএস অফিসারের ভূমিকায় তাক লাগিয়েছিলেন ইন্দ্রজিৎ। অ্যাক্রপলিসের ‘রাশি’ ধারাবাহিক থেকে তিনি তুমুল জনপ্রিয়তা পান। স্টার জলসার ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে শ্যামৌপ্তি মুদলির বিপরীতে অভিনয় করেন ইন্দ্রজিৎ।

শন ব্যানার্জি (Sean Banerjee) : অভিনেতা শন ব্যানার্জিও অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের দৌলতে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর ‘মন ফাগুন’ ধারাবাহিকেও শন ব্যানার্জী অভিনয় করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে তার অনেক ফ্যান বেস রয়েছে। শীঘ্রই তাকে নতুন কোনও প্রজেক্টে দেখতে চান দর্শকরা।

হানি বাফনা (Honey Bafna) : হানি বাফনাকেও বাংলা টেলিভিশনের সেরা নায়কদের মধ্যে অন্যতম বলে মনে করেন দর্শকরা। ‘বকুল কথা’ ধারাবাহিকের ঋষি পরপর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন। ‘প্রথমা কাদম্বিনী’তেও তার অভিনয় প্রশংসা পেয়েছিল। শেষবার তাকে স্টার জলসার ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়।

HONEY BAFNA

প্রতীক সেন (Pratik Sen) : এই মুহূর্তে অ্যাক্রোপলিসের সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করছেন প্রতীক। একজন বিশেষভাবে সক্ষম নায়কের চরিত্রে প্রতিক সেন অভিনেতা হিসেবে নিজের জাত চেনাচ্ছেন। এর আগে ‘খোকাবাবু’, ‘মোহর’ ধারাবাহিকের সুবাদেও তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন।

হৃতজিৎ চ্যাটার্জী (Hritojeet Chatterjee) : অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের অন্যতম জনপ্রিয় নায়ক হলেন হৃতজিৎ। ‘আমার দুর্গা’ ধারাবাহিকে তিনি ছিলেন নায়ক। এখন তাকে জি বাংলার ‘লালকুঠি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।

শেখ রেজওয়ান রাব্বানী (Sheikh Rezwan Rabbani) : সাঁঝের বাতি, প্রতিদান, আঁচল, চোখের বালি ধারাবাহিকে অভিনয় করে শেখ রেজওয়ান রাব্বানীও বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছেন। এখন তিনি নবাব নন্দিনী ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন বরণ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী ইন্দ্রানী পাল।