UPSC Cracker Tamali Saha : প্রতিবছর ইউপিএসসি (UPSC) বা যেকোনো পিএসসির রেজাল্ট আসার সাথে সাথে অনেক সফল ছাত্র-ছাত্রীর সংগ্রামের গল্পও সামনে চলে আসে। এই সরকারি পদে নিয়োগ পেতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রতিবছর কয়েক লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও হাতেগোনা কয়েকজন মাত্র সফল হতে পারেন পরীক্ষায়। তেমনি একজন প্রার্থী ছিলেন উত্তর ২৪ পরগনার তমালি সাহা (Tamali Saha)।
অনেক প্রার্থী আছেন যারা অনেক চেষ্টার পর এই পরীক্ষায় সাফল্য অর্জন করেন। আবার কিছু প্রার্থী আছেন যারা খুব অল্প বয়সে এবং প্রথম স্থান লাভ করে দেশের এই সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। তেমনই খুব অল্প বয়সে এই কঠিন পরীক্ষায় পাশ করে শিরোনামে উঠে এলেন বঙ্গতনয়া তমালি সাহা। তাঁর বয়স মাত্র ২৩ বছর।
আজ আমরা আপনাদের বলতে চলেছি কিভাবে বাংলার মেয়ে তমালি সাহা অল্প বয়সে পেয়েছেন অসামান্য সাফল্য। কিভাবে তিনি ইউপিএসসি পরীক্ষায় পাশ আইএফএস (IFS) হয়েছেন সে কথা শুনলে আপনিও অনুপ্রাণিত হবেন। তমালির এই অবিশ্বাস্য সাফল্যের গল্প প্রমাণ করে সঠিক মনোভাব, অধ্যবসায় এবং অবিচল নিষ্ঠার মাধ্যমে জীবনে সবকিছুই করা সম্ভব।
তমালি সাহা জন্মসূত্রে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। সেখানে তিনি স্কুল জীবন শেষ করে কলকাতায় চলে আসেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হন। কলেজের দিন থেকেই তমালি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে দৃঢ় ছিলেন, ফলে খুব অল্প সময়ের মধ্যেই কঠোর অধ্যবসায়ের মাধ্যমে তিনি তাঁর স্বপ্নপূরণ করেন।
তিনি ২০২০ সালে তাঁর প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার হিসাবে নিয়োগপত্র পান। তমালির প্রথম প্রচেষ্টায় এই সাফল্য পাওয়ার বিষয়টি সকলকে অনুপ্রাণিত করবে। আজ তমালির সাফল্যে তাঁর বাবা মা, আত্মীয় পরিজন সহ গোটা বাংলা গর্বিত।
আরও পড়ুন : তারকা সন্তানকেও কাজ দেয়নি টলিউড, কোথায় হারিয়ে গেল তাপস পালের মেয়ে?
আরও পড়ুন : কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন অনিল কাপুর, গাড়ির দাম ও ফিচার্স শুনলে চমকে যাবেন আপনি
ইউপিএসসি পরীক্ষাকে ভারত (India) -র সবচেয়ে কঠিন পরীক্ষা বলে মনে করা হয়। এই পরীক্ষায় পাশ করা খুব একটা সহজ নয়। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী ইউপিএসসি পরীক্ষায় অংশ নেন। কেউ ১০ বার কেউ ১২ বার, বারবার চেষ্টা করেও কোনভাবে সফল হওয়া যায় না। অনেকেই আছেন যারা কয়েকবার পরীক্ষা দিয়ে হাল ছেড়ে দেন। সম্প্রতি কোন বানেগা ক্রোড়পতি- র মঞ্চে অমিতাভও স্বীকার করেন যে, তিনি কয়েকবার পরীক্ষা দিয়েছিলেন কিন্তু পরে হাল ছেড়ে দেন। সেই জায়গায় তমালি এত অল্প বয়সে প্রথম চেষ্টাতেই এমন সাফল্য পেলেন, তার সফলতায় গর্বিত বাংলাও।