বাংলায় ঘুরে বেড়াচ্ছে নকল মিস্টার বিন, ভিডিও দেখে থ নেটিজেনরা

৯০ এর দশকের ছেলেমেয়েদের কাছে মিস্টার বিন (Mister Bin) অতি পরিচিত একজন ব্যক্তি। আট থেকে আশি সকলেই তাঁর গুণমুগ্ধ। লন্ডনের অভিনেতা রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসনের চাল-চলন, হাবভাব, চেহারার অভিব্যক্তিতে হেসে কুটোপাটি হন দর্শকরা। গোটা বিশ্বের কাছে অভিনেতা যেন এক হাসির জাদুকর, যিনি তার অভিনয়ের জাদুকাঠিতে হাসতে বাধ্য করেন সকলকে।

১৫ এপিসোডের মিস্টার বিন সিরিজ মারফত সারা বিশ্বের কাছে বেশ পরিচিত অভিনেতা রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। ১৯৯০ সালের ১লা জানুয়ারি ব্রিটিশ চ্যানেল আইটিভি-তে সর্বপ্রথম মিস্টার বিন সিরিজের সম্প্রচার হয়। তারপর থেকেই এই চরিত্রটি সারাবিশ্বে জনপ্রিয়তা পেতে শুরু করে। নির্বাক অভিনয়ে শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে সাধারণের মুখে হাসি ফোটানোর চ্যালেঞ্জ গিয়েছিলেন অভিনেতা।

মিস্টার বিন সিরিজের সম্প্রচারের পর থেকে কেটে গিয়েছে প্রায় এক যুগ। লন্ডনের মিস্টার বিনকে এখনও ভুলতে পারেননি কেউই। সোশ্যাল মিডিয়াতে এখনও তার পুরনো দিনের বিভিন্ন কীর্তিকলাপ ভাইরাল হয়। তবে আচমকাই লন্ডনের মিস্টার বিনকে নিয়ে শোরগোল পড়ে গেল বাংলাদেশে (Bangladesh)! বাংলাদেশীদের দাবী, মিস্টার বিনের দেখা মিলেছে নাকি সেখানে!

সম্প্রতি বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে অবিকল মিস্টার বিনের মতো সাজপোশাক এবং ভাবভঙ্গি নকল করছেন এক ব্যক্তি। রীতিমতো বাংলা ভাষায় কথা বলছেন বাংলাদেশের মিস্টার বিন! এই ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

বাংলাদেশী মিস্টার বিন হাতে একটি পুতুল নিয়ে বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন! লন্ডনের মিস্টার বিনের মতই অঙ্গভঙ্গি এবং মুখভঙ্গি রপ্ত করে ফেলেছেন তিনি। নাম তার রাশেদ সিকদার। তিনি পেশায় একজন জাদুকর। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে তিনি জাদু দেখান। এছাড়াও বিভিন্ন কমেডি শোতে অংশগ্রহণ করেন রাশেদ। আপাতত তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।