মানুষের তৈরি ৫ অমূল্য সম্পদ যা গোটা পৃথিবীকে অবাক করে, এরমধ্যে ২টি ভারতেই আছে

5 Most Expensive Things In World : কথায় বলে প্রকৃতি হল সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সবটাই প্রায় প্রকৃতির দান। তবে মানুষ তার নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বানিয়েছে একের পর এক আশ্চর্য জিনিস। সারা পৃথিবীতে মানুষের হাতে বানানো এমন ৫ টি আশ্চর্য এবং মহামূল্যবান জিনিস আছে যেগুলো দেখার জন্য পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তে ছুটে যান। এক নজরে দেখুন সেই তালিকা।

মুকেশ আম্বানির বাড়ির পেইন্টিং : ভারত তথা এশিয়ার অন্যতম সেরা ধনকুবের মুকেশ আম্বানির সংগ্রহের অসংখ্য মহা মূল্যবান সম্পদ রয়েছে। এরমধ্যে একটি অবশ্যই তার বাড়ি। যে বাড়ির ভেতর তিনি অসংখ্য মূল্যবান জিনিস সাজিয়ে রেখেছেন। তার মধ্যে অন্যতম হল তার বাড়ির দেওয়ালে টাঙানো সুন্দর সুন্দর কিছু পেইন্টিং। এগুলো দামি জিনিসের তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

WORLD MOST EXPENSIVE YACHT

পৃথিবীর সবথেকে দামি ইয়ট : এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে পৃথিবীর সবথেকে দামি সুপ্রিম ইয়ট। এটি সোনা এবং প্ল্যাটিনাম দিয়ে সাজানো। বর্তমানে এর আনুমানিক বাজার দর ৪.৫ বিলিয়ন ডলার। সামনে থেকে এই ইয়টকে দেখলে যেন ঝলসে যায় চোখ।

ভিলা লা লিওপোলডা : এটি হল পৃথিবীর সবথেকে ব্যয়বহুল একটি প্রাসাদ। ইউরোপে অবস্থিত এই রাজপ্রাসাদের ভেতরটা দেখলে তাক লেগে যাবে। এই প্রাসাদের বর্তমান বাজার দর ৫০৬ মিলিয়ন ডলার। এটাকেও বিশ্বের সবথেকে দামি সম্পদের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয়।

THE CARD PLAYERS

দ্যা কার্ড প্লেয়ার্স : এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে একটি হাতে আঁকা ছবি। ছবিটি এঁকেছিলেন ফ্রান্সের শিল্পী পল সেজান। তার এই ছবিটি দ্য কার্ড প্লেয়ার্স নামে পৃথিবীর বিখ্যাত। ছবিটির বর্তমান বাজার দর ২৭৫ মিলিয়ন ডলার।

ANTILIA

এন্টিলিয়া : এই তালিকার সর্বশেষ সংযোজন মুকেশ আম্বানির বাড়ি এন্টিলিয়া। বিশ্বের সবথেকে দামি বাড়িগুলির মধ্যে অন্যতম এই বাড়িতে রয়েছে মুম্বাইতে। এন্টিলিয়ার ভিতরে হেলিপ্যাড, সিনেমা হল, স্পা, সাঁলো থেকে শুরু করে কোনও কিছুরই অভাব নেই। আম্বানির বাড়ির বর্তমান বাজার দর দুই বিলিয়ন ডলার।