আলিয়া, মিঠুন থেকে অরিজিৎ, ফিল্মফেয়ারে কে পাবেন সেরা পুরস্কার? রইল তালিকা

Avatar

Published on:

ফিল্মফেয়ার (Filmfare) মানেই সেরাদের বেছে নেওয়ার মঞ্চ। প্রতিবছর হিন্দি সিনেমার সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরষ্কার। এবছরেও অনুষ্ঠিত হয়েছিল ৬৮তম ফিল্মফেয়ার। বলিউডের বড় বড় তারকাদের দেখা গিয়েছে এই অ্যাওয়ার্ড শো-এর মঞ্চে। তবে আলিয়া ভট্ট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ও অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ (Drishyam 2) সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে‌। এছাড়াও কোন কোন ছবি ও কলাকুশলীরা মনোনয়ন পেয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

গত বছরের সেরা ছবি হিসেবে মনোনয়ন পেয়েছিল ‘বাধাই দো’ (Badhaai Do), ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2), ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ (Brahmāstra: Part One – Shiva), ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi),‌ ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), ‘উনচাই’ (Uunchai)

ALIA BHATT

সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছিল আনিস বাজমি (ভুল ভুলাইয়া ২), অয়ন মুখার্জি (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিব), হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো), সঞ্জয় লীলা বনসালি (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সুরাজ আর বরযাত্রা (উনচাই), বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস), সমালোচকদের বিচারে শ্রেষ্ট ছবির জন্য মনোনয়ন পেয়েছিল বাধাই দো (হর্ষবর্ধন কুলকার্নি), ভেড়িয়া (অমর কৌশিক), ঝুন্ড (নাগরাজ পোপাটরাও মঞ্জুলে), রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট (আর মাধবন), ভাদ (জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল)।

সেরা অভিনেতা যারা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, তারা হলেন অজয় দেবগন (দৃশ্যম ২), অমিতাভ বচ্চন (উনচাই), অনুপম খের (দ্য কাশ্মীর ফাইলস), হৃত্বিক রোশন (বিক্রম ভেদা), কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২), রাজকুমার রাও (বাধাই দো)। সমালোচকদের বিচারে যাদের শ্রেষ্ট অভিনেতা ধরা হয়েছে তারা হলেন অমিতাভ বচ্চন (ঝুন্ড) , আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট), রাজকুমার রাও (বাধাই দো), সঞ্জয় মিশ্র (ভাধ), শহিদ কপুর (জার্সি), বরুণ ধাওয়ান (ভেড়িয়া)।

varun dhawan

সমালোচকদের বিচারে শ্রেষ্ট অভিনেত্রী হলেন ভূমি পেডনেকর (বাধাই দো), কাজল (সালাম ভেঙ্কি), নীনা গুপ্তা (ভাধ), তাপসী পান্নু (সাবাশ মিঠু), তাবু (ভুল ভুলাইয়া ২)। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতাদের তালিকায় নাম রয়েছে অনিল কপুর (জুগজুগ জিয়ো), অনুপম খের (উনচাই), দর্শন কুমার (দ্য কাশ্মীর ফাইলস), গুলশান দেবাইয়া (বাধাই দো), জয়দীপ আহলাওয়াত (একজন অ্যাকশন হিরো), মনীশ পল (জুগজুগ জিয়ো), মিঠুন চক্রবর্তী (দ্য কাশ্মীর ফাইলস)।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকায় নাম ছিল মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব), নীতু কপুর (জুগজুগ জিও), শিবা চাড্ডা (বাধাই দো), শিবা চাড্ডা (ডাক্তার জি), শেফালি শাহ (ডাক্তার জি), সিমরন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)। সেরা মিউজিক অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছিল অমিত ত্রিবেদী (উনচাই), প্রীতম (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব), প্রীতম (লাল সিং চাড্ডা), সচিন জিগার (ভেড়িয়া), সঞ্জয় লীলা বনসালি (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি)।

GANGUBAI

সেরা লিরিক্স হিসেবে মনোনয়ন পেয়েছে এ এম তুরাজ (যব সাইয়া- গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), অমিতাভ ভট্টাচার্য (আপনা বানা লে পিয়া- ভেড়িয়া), অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া- ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব), অমিতাভ ভট্টাচার্য (তেরে হাওয়ালে- লাল সিং চাড্ডা), শেলি (মাইয়া মাইনু- জার্সি)। সেরা গায়কের জন্য মনোনয়ন পেয়েছিল অভয় যোধপুরকর (মাঙ্গে মঞ্জুরিয়ান- বাধাই দো), অরিজিৎ সিং (আপনা বানা লে-ভেড়িয়া), অরিজিৎ সিং (দেব দেব- ব্রহ্মাস্ত্র প্রথম খণ্ড: শিব), অরিজিৎ সিং (কেশরিয়া- ব্রহ্মাস্ত্র প্রথম খণ্ড: শিব), সোনু নিগম (ম্যায় কি করণ- লাল সিং চাড্ডা)।

সেরা গায়িকার জন্য মনোনয়ন পেয়েছিল জাহ্নবী শ্রীমঙ্কর (ধোলিদা- গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), জোনিতা গান্ধী ( দেবা দেবা- ব্রহ্মাস্ত্র প্রথম খণ্ড: শিব), কবিতা শেঠ (রঙ্গিসারী- জুগজুগ জিয়ো), শিল্পা রাও (তেরে হাওয়ালে- লাল সিং চাড্ডা), শ্রেয়া ঘোষাল (যব সাইয়া- গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সেরা নবাগত পরিচালক, অনিরুদ্ধ আইয়ার (অ্যাকশন হিরো), অনুভূতি কাশ্যপ (ডক্টর জি), জয় বাসান্তু সিং (জনহিত মে জারি), জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ), আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)।

ABHAY MISHRA

সেরা নবাগত পুরুষ অভিনেতার মনোনয়নের তালিকায় নাম ছিল অভয় মিশ্র (ডাক্তার জি), অঙ্কুশ গেদাম (ঝুন্ড), পালিন কাবাক (ভেড়িয়া), শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সেরা নবাগত মহিলা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছিল আন্দ্রেয়া কেভিচুসা (আনেক), খুশিলী কুমার (ধোখা: রাউন্ড ডি কর্নার), মানুশি চিল্লার (সম্রাট পৃথ্বীরাজ), প্রাজক্তা কলি (জুগজুগ জিয়ো)।

সেরা ছবির গল্প হিসেবে মনোনয়ন পেয়েছিল অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী (বাধাই দো), অনিরুদ্ধ আইয়ার (অ্যাকশন হিরো), জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ), নীরেন ভট্ট (ভেড়িয়া), সুনীল গান্ধী (উনচাই)। সেরা চিত্রনাট্য লেখার জন্য মনোনয়ন পেয়েছিলেন আকাশ কৌশিক (ভুল ভুলাইয়া ২), অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো), জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (ভাধ), নীরজ যাদব (অ্যাকশন হিরো), সঞ্জয় লীলা বনশালি এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্য কাশ্মীর ফাইলস)।

এছাড়াও সেরা সংলাপ লেখার জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিষেক দীক্ষিত (উনচাই), অক্ষত ঘিলদিয়াল (বাধাই দো), মনোজ মুনতাশির এবং বিএ ফিদা (বিক্রম ভেদা), নীরজ যাদব (অ্যাকশন হিরো), প্রকাশ কাপাডিয়া, উৎকর্ষিণী বশিষ্ঠ (গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি), সুমিত সাক্সিনা (ডক্টর জি)।