রুপ-যৌবন ধরে রাখতে বিশেষ জল খান মালাইকা, জলের দাম শুনে হাত উঠবে মাথায়

আজকাল বলিউডের (Bollywood) চল্লিশোর্ধ সুন্দরীরা অনায়াসেই অষ্টাদশীদের টেক্কা দিতে পারেন। যত দিন যাচ্ছে, বলিউড সুন্দরীদের রূপ যেন আরও বাড়ছে। সুন্দরীদের গ্ল্যামারে সামাজিক মাধ্যম থেকে চোখ ফেরানো দায়! এই সুন্দরীদের রূপের রহস্য জানার জন্য মুখিয়ে থাকেন মহিলারা। নিয়ন্ত্রিত ডায়েট, শরীরচর্চা তো আছেই, তবে আরও বেশী ফিট থাকতে এবং যৌবন ধরে রাখতে সুন্দরীদের আজকাল ‘কালো জল’ এর (Black Water) প্রতি বেশ আগ্রহ বাড়ছে।

জানেন কি বলিউড সুন্দরীদের মধ্যে যিনি পুরুষের হার্টথ্রব, সেই মালাইকা আরোরাও (Malaika Arora) কিন্তু ‘কালো জল’ই পান করেন? ৪৭ বছর বয়সেও মালাইকার সুন্দর ছিপছিপে শরীর এবং লাবণ্যে মুগ্ধ তার অনুরাগীরা। এর জন্য অবশ্য কঠোর পরিশ্রম করেন অভিনেত্রী। বেশকিছু রহস্য লুকিয়ে আছে তার রোজনামচায়। তার মধ্যে একটি রহস্যের উদঘাটন হলো আজ। সম্প্রতি মুম্বইয়ে পাইলেটস ক্লাস থেকে বেরোনোর সময় ক্যামেরার সামনে পড়ে যান অভিনেত্রী। এদিন সাদা শর্টস আর কালো রঙের ক্রপ টপ পড়েছিলেন বলিউডের সুপারহট অভিনেত্রী।

অভিনেত্রীর হাতে ‘কালো জল’ এর বোতল পাপারাৎজিদের দৃষ্টি এড়ায়নি। মিডিয়ার মাঝখানে থেকে একজন তাকে সরাসরি প্রশ্ন করে বসেন, ম্যাম, আপনি কি ব্ল্যাক ওয়াটার পান করেন? তার জবাবে মালাইকা সহাস্যে উত্তর দেন, “হ্যাঁ, আমি ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটার (Black Alkaline Water) পান করি”। এই ভিডিওটি সোশ্যাল সাইটে আপলোড করেছেন পাপারাৎজিরা। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আসুন এবার জেনে নেওয়া যাক কী এই কালো জল? এর উপকারিতাই বা কী? অনেকের মতে, কালো জল বা Alkaline Water অকাল বার্ধক্য রোধ করে। বিশেষজ্ঞদের দাবি, এই পানীয়ের পিএইচ মাত্রা স্বাভাবিক জলের চেয়ে বেশি। নিয়মিত এই জল পান করলে শরীরের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে থাকে। একটি গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বিশেষ ঔষধরূপে কাজ করে এই জল।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, শরীরের অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই জল। একই সঙ্গে ডি-টক্সিফিকেশন এবং হজমের সমস্যার দাওয়াই হলো এই অ্যালকালাইন ওয়াটার। উল্লেখ্য, শুধু মালাইকা নন, বলিউডের তাবড় তাবড় অভিনেতা এবং অভিনেত্রী এমনকি ক্রিকেট দুনিয়ার তারকারাও এই জল ছাড়া পান করেন না। মালাইকার পাশাপাশি বিরাট কোহলি, উর্বশী রাউতেলাসহ বহু সেলিব্রিটির হাতেই ইতিপূর্বে এই জলের বোতল দেখা গিয়েছে।

 

এবার জেনে নেওয়া যাক এমন বিশেষ জলের দাম। লিটার প্রতি, ২০০০-৪০০০ টাকায় বিক্রি হয় এই জল। একটি বিশেষ ঝর্ণার জল উন্নত প্রযুক্তিতে পরিশোধন করে এই জল প্রস্তুত করা হয়। এর মধ্যে থাকে উন্নত গুণমান সম্পন্ন মিনারেলস এবং শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আয়নসমূহ। কাজেই আপনিও যদি মালাইকার মতো টোনড ফিগার পেতে চান তাহলে আজ থেকেই শুরু করে দিন কালো জলের ব্যবহার।