Kar Kachhe Koi Moner Kotha New Episode Update : সোজা ৫ নম্বর থেকে ১ নম্বরে উঠে আসা সহজ কথা নয়, আর সেটাই করে দেখালো জি বাংলা (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar Kachhe Koi Moner Kotha) ধারাবাহিকটি। দুর্গাপূজার পর থেকেই এই বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) টি নতুন করে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। এই মুহূর্তে শিমুলের শ্বশুরবাড়িতে যে টালমাটাল অবস্থা রয়েছে তা বেশ ভালই লাগছে দর্শকদের।
দুর্গাপুজোর ভাসানের দিন যখন শিমুলকে বিষ খাওয়ানো হলো তখন দর্শকরা মনে করেছিলেন, এবার হয়তো শিমুল বাড়ি থেকে চলে যাবে অথবা বড় কোন সিদ্ধান্ত গ্রহণ করবে। শুধু তাই নয়, শিমুলের শাশুড়ি মা যখন শিমুলের আরেকটি বিয়ের কথা বললেন তখন অনেকেই মনে করেছিল এবার হয়তো শিমুলের বিয়ে দেখতে পাব আমরা। শিমুল হয়তো অবশেষে পরাগের হাত থেকে মুক্তি পাবে। নতুন সংসার পাতবে ভালোবাসার মানুষের সঙ্গে।
কিন্তু দর্শকদের সমস্ত চিন্তা ভাবনাকে একেবারে নস্যাৎ করে দিয়ে শিমুল এই মুহূর্তে স্বামী এবং দেওরকে ৫ লক্ষ টাকা করে জরিমানা দিতে বলেছে তার প্রাণ নেওয়ার অপরাধে। শিমুল চাইলেই পুলিশের কাছে স্বামী এবং দেওরের নামে অভিযোগ করতে পারত কিন্তু সে তা করেনি। যদিও এতে কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছে পাড়ার বন্ধুরা, কারণ তারা তড়িঘড়ি শিমুলের স্বামী এবং দেওরের নামে থানায় ডায়েরি করে এসেছিল। কিন্তু তাতে শিমুলের কিছু যায় আসে না।
তবে এবার শিমুল স্বামী এবং দেওরের থেকে যখন ৫ লক্ষ টাকা জরিমানা এবং প্রতিমাসে স্যালারির অর্ধেক দাবি করে তখন নড়েচড়ে বসেন শাশুড়ি মা। বৌমার এমন কথায় একেবারেই সমর্থন জানাতে পারেননি তিনি। বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও যখন কোন সুফল পাওয়া যায়নি তখন তিনি বাধ্য হয়ে ছেলেদের সমর্থন করছেন। শিমুলকে যখন কিছুতেই বোঝানো যাচ্ছে না তখন শিমুলের বাপের বাড়ির সকলকে ডেকে আনতে বাধ্য হয়েছেন শিমুলের শাশুড়ি।
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
কিন্তু শিমুলকে যে যা খুশি বলে যাক না কেন শিমুল কিন্তু নিজের জায়গা থেকে একেবারে অনড়। কিন্তু কেন এমন করছে শিমুল? যে মেয়েটা কিছুদিন আগে পর্যন্ত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলতো সে হঠাৎ করে স্বামীর থেকে ৫ লক্ষ টাকা কেন দাবি করল এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দর্শকদের মনে। কেউ কেউ ব্যাপারটাকে বেশ ভালো চোখেই দেখছেন আবার কেউ কেউ মনে করছেন শিমুলের শ্বশুরবাড়ির মানুষের থেকে ১ টাকা নেওয়াও উচিত নয়।
আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না
আরও পড়ুন : ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ক আসলে কে? রইল জি বাংলার নতুন নায়কের পরিচয়
আবার অনেকে মনে করছেন শিমুলের এই টাকা চাওয়ার পেছনে অনেক বড় একটি কারণ আছে, যেটা সে এখন কাউকে বলতে চাইছে না। হয়তো ননদের বিয়ে বা চিকিৎসার জন্য এই টাকা খরচ করবে সে। এমনও হতে পারে শাশুড়ির ভবিষ্যতের জন্য সে এই টাকাটি ফিক্সড করে দিল, কিন্তু আদৌ কি জন্য এই কাজটা শিমুল করেছে তা জানার জন্য আপাতত প্রতিদিন চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।
আরও পড়ুন : অবাঙালি হয়েও রাজত্ব করছেন বাংলায়! বাংলা সিরিয়ালের এই ৯ তারকা আদতে বাঙালিই নন