অবাঙালি হয়েও রাজত্ব করছেন বাংলায়! বাংলা সিরিয়ালের এই ৯ তারকা আদতে বাঙালিই নন

বাঙালি না হয়েও রাজত্ব করছেন বাংলায়! সিরিয়ালের এই ৯ তারকা আসলে অবাঙালি

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) -এ অনেক তারকাই খুব তাড়াতাড়ি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। রোজ টিভির পর্দায় তাদের দেখে দর্শকরা নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। বাঙালির এইসব প্রিয় অভিনেতা-অভিনেত্রীর তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে অবাঙালি তারকারাও। তারা বাংলাকে মনে প্রাণে ভালোবেসে দীর্ঘ দিন বাংলা সিরিয়ালে রাজ করেছেন। চলুন জেনে নিই এই তালিকায় কোন কোন তারকা আছেন।

ক্রুশল আহুজা (Krushal Ahuja) : উত্তরপ্রদেশে জন্ম এই অভিনেতার।‘রানু পেল লটারি’ ধারাবাহিকের হাত ধরে একটা সময় অভিনয় শুরু করেছিলেন ক্রুশল আহুজা। বর্তমানে তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। বাঙালি না হয়েও বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। যদিও বর্তমানে হিন্দি ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

Pallavi Sharma

পল্লবী শর্মা (Pallavi Sharma) : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে পল্লবী শর্মাকে। বিনোদন জগতে তিনি বেশ জনপ্রিয় মুখ। এর আগে এই অভিনেত্রী স্টার জলসার অন্যতম ধারাবাহিক কে আপন কে পর ধারাবাহিকে জবার চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন। যদিও বাঙালি নন এই অভিনেত্রী।

অ্যানমেরি টম (Annmary Tom) : ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। মালয়ালি বংশে জন্মগ্রহণ করেছেন এই অভিনেত্রী। তবে ছোট থেকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই বড় হয়ে উঠেছেন তিনি।

Honey Bafna

হানি বাফনা (Honey Bafna) : ছোট পর্দায় এখন জনপ্রিয় মুখ হলো হানি বাফনা। বকুল কথা থেকে শুরু করে সোহাগ জল একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। তবে এই অভিনেতাও বাঙালি নন। তিনি জন্ম সূত্রে জৈন মাড়ওয়ারি।

ঋষি কৌশিক (Rishi Kaushik) : বাংলার দর্শকদের ঘরের ছেলে হয়ে গিয়েছেন ঋষি। জানা গিয়েছে, ঋষি কৌশিকের জন্ম অসমের তেজপুরে। এই অসমীয়া অভিনেতা ‘ইষ্টি কুটুম’ থেকে শুরু করে ‘কুসুম দোলা’- বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

Neha Amandeep

নেহা আমনদীপ (Neha Amandeep) : ২০১৬ সালে বাংলা টেলিভিশনে স্ত্রীর বেশে দেখা গিয়েছিল নেহা আমনদীপকে। দু’ বছর সফলভাবে চলেছিল ওই ধারাবাহিক। ২০১৮ সালে স্টার জলসার ওম নমঃ শিবায় সিরিয়ালে দেবী সতীর বেশে দেখা যায় তাকে।শেষবার সান বাংলার কনে বউ সিরিয়ালে মাহির ভূমিকায় কাজ করেছেন তিনি। তবে এই অভিনেত্রী পাঞ্জাবি পরিবারের মেয়ে।

আরও পড়ুন : ‘তুমি আশে পাশে থাকলে’ নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma) : টেলি পাড়ার খুব পরিচিত মুখ অভিনেতা অভিষেক বীর শর্মা। কালার্স বাংলার দর্শকের কাছে সবেচেয়ে বেশি পরিচিত তিনি। ‘সরস্বতী প্রেম’ ধারাবাহিকের হাত ধরেই দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। এছাড়াও ‘মৌয়ের বাড়ি’ ধারাবাহিকে দেখা গেছে এই অভিনেতাকে। তবে এই অভিনেতাও বাঙালি নন। বিহারের পাটনার ছেলে তিনি।

আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়

Sweta Mishra

আরও পড়ুন : বাবা-মাকে হারিয়েছেন ছেলেবেলায়, সারাজীবন জুটেছে প্রতারণা,পল্লবী শর্মার জীবন যেন বুকফাটা কান্না

শ্বেতা মিশ্র (Sweta Mishra) : বাংলা সিরিয়ালের খলনায়িকা হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় শ্বেতা। ‘ধুলোকণা’র চড়ুই এবং বর্তমানে ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালের ময়ূরী চরিত্রের জন্য তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। জানা গিয়েছে, জন্মসূত্রে তিনি উত্তরপ্রদেশের মেয়ে এবং মাড়োয়ারি আদিবাসী। কিন্তু শ্বেতার মধ্যে বাঙালিয়ানার কোন‌ও অভাব নেই।

আরও পড়ুন : চোখের সামনে অত্যাচারিত হতে দেখেছেন মাকে! ‘অলকা’ পিয়ালির জীবন সিনেমার থেকে কম নয়

শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly) : বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী ‘দাসী’, ‘বাজলো তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’ থেকে শুরু করে এখন জনপ্রিয় ‘গুড্ডি’ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন। কিন্তু অনেকেই এই অভিনেত্রীর নাম শুনলে মনে করবেন তিনি বাঙালি নন। তবে এই অভিনেত্রী একটি বাঙালি পরিবারের মেয়ে।